ঝালকাঠি : শৈত্যপ্রবাহে যখন জনজীবন স্থবির হয়ে পড়েছে, ঠিক সে সময় ঝালকাঠিতে এক শিশু মাত্র ৫০০ টাকার বাজিতে পুকুরে নেমে গুনে গুনে ৫৫০ ডুব দিয়েছে।
এমন আজব কাণ্ডটি ঘটেছে গতকাল বিকেলে ঝালকাঠির ভৈবরপাশা ইউনিয়নের ধাপড় গ্রামে। বিষযটি নিয়ে যারা বাজি ধরেছে ঠিক করেছে কি-না তা ভেবে দেখা দরকার।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে ধাপড় গ্রামের মো. আলী হাওলাদারের ছেলে আসলাম (১২) একই এলাকার রঞ্জন হাওলাদারের (১৪) সঙ্গে ৫০০ টাকা বাজি ধরে গ্রামের লালচান বড়মিয়ার বাড়ির পুকুরে নেমে ৫৫০ ডুব দেয়। এসময় এলাকার শতাধিক লোক সেখানে উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, আসলাম পুকুরে নেমে সাঁতরে পুকুরের ঠিক মাঝখানে যায়। সেখানে গুনে গুনে ৫৫০ ডুব দিয়ে পাড়ে উঠে বাজির টাকা বুঝে নেয়।
তিনি জানান, এ সময় তাকে আগুনের পাশে বসিয়ে তাপ দেয়া হয়। শিশুটি সুস্থ রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।
এ প্রসঙ্গে ভৈরবপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মেম্বার আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে বলেন, পুকুরে নেমে ৫৫০ ডুব দেয়ার ঘটনা সত্য। কনকনে শীতে শিশুটিকে কেন এ কাজে উৎসাহ দেয়া হলো তা তিনি জানেন বলে জানান। পরে এ ঘটনা জেনেছেন তিনি।
যারা তাকে এ কাজে উৎসাহ জুগিয়েছে তাদের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। যদি কোনো দুঘর্টনা ঘটে তাহলে তাদেরই দায়ী করা হবে।