মঙ্গলবার, ০৮ মার্চ, ২০১৬, ০৬:৪৭:১৪

জানেন, মশা আমাদের কেন কামড়ায়?

জানেন, মশা আমাদের কেন কামড়ায়?

এক্সক্লুসিভ ডেস্ক :  মশা আমাদের সবচেয়ে অপছন্দের একটা জীব। এই ছোট্ট একটা জীব মশাই কখনো কখনো আমাদের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। কিন্তু কেন মশা আমাদের কামড়ায় এ কথাটি আমাদের হয়তো অনেকেরই জানা নেই?

আমরা প্রায়ই দেখে থাকি আমাদের চারপাশে সারাক্ষণ মশা ঘুরে বেড়ায়। সারাক্ষণ কানের কাছে ভন ভন করে এবং হাতের কাজ পণ্ড করে দেয়ায় মশার কোনো তুলনাই নেই। কিন্তু একটা সাধারন ব্যাপার কি কখনো খেয়াল করেছেন। আমাদের অনেককে মশা খুব বেশি কামড়ায় আবার অনেককে কম কামড়ায়।

এর পেছনে কি কারণ আছে বলে আপনাদের মনে হয়? এর আসল কারণটা অমরা কখনো জানিনি, এমনকি জানার চেষ্টাও করিনি। মুলত মশার ঘ্রাণশক্তি খুবই প্রখর। প্রায় ১০০ ফুটেরও বেশি দূরত্ব থেকে মশা আমাদের গন্ধ পায়। আর এই ঘ্রাণের কারণেই মশা আমাদের কামড় দিয়ে থাকে। আমাদের শরীরের ঘ্রাণ অনুযায়ী মশা কামড়ায়।

কিছু কিছু বিশেষ ধরণের গন্ধ মশাকে খুব বেশি আকৃষ্ট করে। যাদের শরীরে সেসব ঘ্রাণ পাওয়া যায় তাদেরকেই মশা বেশি কামড় দিয়ে থাকেন। আসলে মশার প্রিয় ঘ্রাণ যে লােকের কাছে পেয়ে থাকেন তার কাছেই বেশি বেশি গিয়ে থাকেন।
০৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে