মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ১২:১৮:১৯

মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় এই দিঘির পানি স্পর্শ করলে!

মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় এই দিঘির পানি স্পর্শ করলে!

এক্সক্লুসিভ ডেস্ক : ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় অ্যাসিড লেক, কাওয়া ইজেন। চারদিকে পাহাড় ঘেরা এই দিঘির পানি নীলচে সবুজ বা টার্কোইজ রঙের। যা প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। তবে এই অপূর্ব পানি ছোঁয়া একেবারেই নিষেধ। কারণ এতে প্রচুর পরিমাণ অ্যাসিড রয়েছে যা ত্বক মুহূর্তেই পুড়ে ফেলে এবং ধাতুও গলিয়ে দিতে সক্ষম। 

কাওয়া ইজেন দিঘির নিচে একটি সক্রিয় আগ্নেয়গিরি অবস্থান করছে, যার কারণে এখানে সালফিউরিক গ্যাস নির্গত হয় এবং পানির অ্যাসিড মাত্রা অত্যন্ত বেশি। এই লেক থেকে মাঝে মাঝে ধোঁয়া উঠে আসে যা গ্যাস হিসেবে সালফিউরিক এসিড বহন করে।

আগ্নেয়গিরিটি নিজেও বেশ বিরলএর লাভা সাধারণ লাল নয়, বরং রাতের অন্ধকারে নীল রঙে ঝলমল করে, যা দুনিয়ার চোখে এক অনন্য চমক।

কাওয়া ইজেন লেক প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি প্রকৃতির এক ভয়ংকর দিককেও সামনে নিয়ে আসে। যেখানে সৌন্দর্য এবং বিপদ একসঙ্গে বিদ্যমান। তাই এই লেকের কাছে যেতে হলেও নিরাপত্তা বিধি মেনে চলা অত্যন্ত জরুরি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে