এক্সক্লুসিভ ডেস্ক : আকাশে একটি নয়, দেখা যাচ্ছে দুটি উজ্জ্বল সূর্য! রাশিয়ার সাকহালিন দ্বীপের বাসিন্দারা সম্প্রতি এমন এক বিরল ও অদ্ভুত মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হয়েছেন। দুই সূর্যের এই দৃশ্য দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল পড়ে গেলেও বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি কোনো অতিপ্রাকৃত ঘটনা নয়, বরং প্রকৃতির এক চমৎকার কারসাজি।
বিজ্ঞানীদের ভাষায় এই বিস্ময়কর ঘটনার নাম ‘সান ডগ’, যাকে অনেকে ‘মক সান’ বা ‘পারহেলিয়া’ বলেও ডাকেন।
বিশেষজ্ঞদের মতে, এটি মূলত একটি ‘অপ্টিক্যাল ইলিউশন’ বা দৃষ্টিবিভ্রম। সাকহালিন দ্বীপের তাপমাত্রা অত্যধিক কমে যাওয়ায় (বর্তমানে মাইনাস ১৪ থেকে মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস) বায়ুমণ্ডলে ভাসমান ক্ষুদ্রাতিক্ষুদ্র বরফের স্ফটিক তৈরি হয়েছে। যখন সূর্যের আলো এই বরফের স্ফটিকের মধ্য দিয়ে যায়, তখন তা প্রতিসরিত হয়ে মূল সূর্যের পাশে আরও একটি বা দুটি উজ্জ্বল ছায়া তৈরি করে। ফলে খালি চোখে মনে হয় আকাশে একাধিক সূর্য অবস্থান করছে।
মূলত সাকহালিন দ্বীপের হাড়কাঁপানো শীতই এই ‘দুই সূর্য’ দেখার নেপথ্য কারিগর। প্রকৃতপক্ষে আকাশে সূর্য একটিই ছিল, বাকিটা ছিল আলোর খেলা।