বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩৮:২৪

আকাশে উড়বে প্রাসাদ!

আকাশে উড়বে প্রাসাদ!

এক্সক্লুসিভ ডেস্ক : আকাশে একটি মস্ত প্রাসাদ উড়ছে। আপনি দেখলেন। বিস্ময়ে আপনার মুখের ছবি তখন কেমন হবে, ভাবুন তো। হ্যাঁ, সে রকম ঘটনাই এবার ঘটতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক বিমাননির্মাতা প্রতিষ্ঠান এরোসক্রাফট এমন একটি বিমান তৈরি করছে যা আপনার কল্পনাকেও হার মানাবে। একে বিমান বলা হয়তো ভুল হবে। আসলে এটি হচ্ছে একটি উড়ন্ত প্রাসাদ।

এ বিমানটি হবে দুটি ফুটবল মাঠের সমান দীর্ঘ। আর উচ্চতা হবে ১৮ তলা ভবনের সমান। এর আকৃতি একটি বিলাসবহুল বাসভনের সমান।

বিমানটিতে ১ লাখ বর্গফুট জায়গা থাকবে। এটি ২৫০ টন বোঝা বহন করতে সক্ষম হবে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বিমান এয়ারবাস এ-৩৮০ তে ১৫০ টন বোঝা বহন করা যায়।

বিমানটির ডিজাইন করছেন লন্ডনের অ্যান্ডু উইঞ্চ ডিজাইনস। সংস্থাটির এভিয়েশন বিভাগের প্রধান জিমন ডিক্সন জানান, বিমানটিতে ৪৩,০০০ বর্গফুট বা এক একর সমান বাসযোগ্য জায়গা থাকবে।

বিমানটিতে আরো থাকবে পায়ে হাঁটার পথ বা ওয়াকওয়ে, ২০টি আবাসিক স্যুট এবং বেডরুম, বিশালাকারের স্যালুন, ডাইনিং রুম, সম্মেলন কক্ষ, স্পা, সিনেমা হল, বলরুম এবং আরো অনেক কিছু।

যা আপনার কল্পনাকে হার মানাবে। বিলাসবহুল একটি প্রাসাদে বসবাসের সব আয়োজন এখানে থাকবে। আর তাই এ বিমানে বসবাস যারা করবেন তারা কখনোই ভাবার অবসর পাবে না যে, তারা প্রাসাদ নয়, বিমানে বাস করছে।

এটার সাথে সংযুক্ত থাকবে বড় আকারের একটি হেলিকপ্টার অথবা ছোট অনেক হেলিকপ্টার। থাকবে নৌযান এবং ইয়াচ। আরো থাকবে গাড়ির বহর।

পানি থেকেও  এ বিমান উড্ডয়ন কিংবা অবতরণ করতে পারবে। এর ককপিট এতো দূরত্বে থাকবে যে সেখান থেকে যাত্রীরা কোনো শব্দদূষণের শিকার হবেন না।

এতে জ্বালানি খরচ হবে বর্তমান উড়োজাহাজের চেয়ে আটগুণ কম। ঘণ্টায় ১৩০ মাইল বেগে এটি ৬,০০০ মাইল পর্যন্ত উড়তে সক্ষম হবে।

এতোসব জানার পর নিশ্চয়ই আপনার আগ্রহ জাগছে এর দরদাম জানতে অথবা কবে থেকে এটি পাওয়া যাবে সেই তথ্য পেতে।

অ্যান্ড্রু উইঞ্চ ডিজাইনস জানান, এটি সরবরাহ করতে আরো ১০ বছর লেগে যাবে। আর দাম পড়বে অন্তত ৩৩ কোটি ডলার বা ২৬০০ কোটি টাকা। তবে ইয়াচ বা হেলিকপ্টারের দাম এর সাথে যোগ করতে হবে। -বিজনেস ইনসাইডার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে