এক্সক্লুসিভ ডেস্ক : গন্ডার আর ভেড়ার জগত আলাদা আলাদা। আকারেও বিরাট ব্যবধান। গন্ডার বন্য প্রাণী আর ভেড়া গৃহপালিত। কিন্তু তাতে কী আসে যায়। কাউকে যদি কারো ভালো লেগে যায় তবে কোনো দূরত্বই যে প্রতিবন্ধক নয় তার প্রমাণ দিল এবার এক ভেড়া আর এক গন্ডার।
দুই জগতের এ দুই প্রাণী বন্ধুত্বের বন্ধনে এক হয়ে মিশেছে রাজধানীর মিরপুর চিড়িয়াখানায়। অন্তত দুই বছর ধরে মিলেমিশে একসঙ্গে বসবাস করছে তারা। চিড়িয়াখানায় বেড়াতে আসা সাধারণ দর্শনার্থীদের অনেককেই এদৃশ্য দেখে হতচকিত।
ভেটেরিনারি সার্জন ডাক্তার নাজমুল হুদা জানান, দক্ষিণ আফ্রিকার ম্যানাচ নামক এক খামারির কাছ থেকে বেশ কয়েক বছর আগে মিরপুর চিড়িয়াখানায় আমদানি করা হয় দুটি গন্ডার। তাদের নাম কাঞ্চন ও ক্যানচি। এসময় তারা ছিল অপ্রাপ্ত বয়স্ক। আনন্দ উ”ছ¡াসে বড় হতে থাকে তারা। সময়ের ব্যবধানে বয়োপ্রাপ্ত হয় কাঞ্চন ও ক্যানচি। এসময় তাদের মধ্যে জৈবিক চাহিদা তীব্র আকার ধারণ করে।
তিনি বলেন, প্রাণিবিজ্ঞানের মতে বন্য প্রাণীরা যৌবনে পদার্পণ করলে তাদের মধ্যে হিংস্রতা বৃদ্ধি পায়। নারী-পুরুষ উভয়ই জৈবিক চাহিদা পুরণের জন্য মারমুখি হয়ে ওঠে। একে অপরের বর্বর আক্রমণে মৃত্যুর ঘটনাও ঘটে। কাঞ্চন ও ক্যানচির ক্ষেত্রে সে ঘটনায় ঘটে।
যৌন উত্তেজনার চরম মুহূর্তে উভয়ই আক্রমনাত্মক হয়ে ওঠে। এক সময় ক্যানচির দেয়া আঘাতে কাঞ্চন মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। নিস্তেজ হয়ে যায় কাঞ্চন। একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। সব ধরনের আধুনিক চিকিৎসা সেবা দেয়ার পরও বাঁচানো যায়নি কাঞ্চনকে।
স্বাভাবিক জ্ঞানে ফিরে এসে কাঞ্চনকে কাছে না পেয়ে ক্যানচিও অদ্ভুত আচরণ করতে থাকে। দিনের পর দিন খাওয়া-দাওয়া ছেড়ে কাঞ্চনের শোকে ক্যানচিও হয়ে পড়ে মৃত্যু পথযাত্রী। একসময় আকস্মিকভাবে ঢাকা সফরে আসেন আফ্রিকান পশু খামারি ম্যানাচ। যার কাছ থেকে কাঞ্চন ও ক্যানচিকে ক্রয় করা হয়। চিড়িয়াখানার কর্তৃপক্ষ তাকে বিষয়টি অবহিত করলে তিনি চিড়িয়াখানা পরিদর্শনে আসেন।
পরিদর্শনে এসে ম্যানাচ গন্ডারের কাছে ছুটে যান। তাদের আচরণ দেখে মনে হ”িছল তারা একে অপরের সঙ্গে কথা বলছে। সেখান থেকে বেরিয়ে এসে ম্যানাচ বললেন, একটি ছোট গৃহপালিত পশু যদি ক্যানচির সঙ্গী হিসেবে একসঙ্গে রাখা যায় তবেই সে সু¯’ হয়ে উঠবে। কথা মতো কাজ। ক্যানচির সঙ্গে মিলিয়ে দেয়া হলো ভেড়াটিকে। ছ্ােট্ট বন্ধুকে পেয়ে ধীরে ধীরে সু¯’্য হয়ে ওঠে সে।