বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৪৭:০৩

৫০০ কোটির ফ্ল্যাট, ৯ দিনেই বুকিং শেষ!

৫০০ কোটির ফ্ল্যাট, ৯ দিনেই বুকিং শেষ!

এক্সক্লুসিভ ডেস্ক : ভারত নাকি তৃতীয় বিশ্বের দেশ! অন্তত এই খবরটার পর গরিব, তৃতীয় বিশ্ব, উন্নয়নশীল প্রভৃতি শব্দবন্ধগুলি ভারতের ক্ষেত্রে ব্যবহার করতে একটু ভাবতেই হবে। মুম্বাইয়ে ৫০০ কোটি টাকার ১১৭ তলার ফ্ল্যাট বুকিং হয়ে গেল মাত্র ৯ দিনে। মূল্যটি অনেকের কাছে আকাশছোঁয়া মনে হলেও, মুম্বইয়ে ওই ফ্ল্যাটের বিজ্ঞাপন দিতেই কেনার জন্য প্রায় হামলে পড়েন ক্রেতারা। শেষে কার্যত লটারির মাধ্যমে বিক্রি করতে হয়েছে।

আবাসন নির্মাণকারী সংস্থা লোধা গ্রুপ ১১৭ তলার ওই অত্যাধুনিক আবাসন প্রকল্পের বিজ্ঞাপন দেয় গত ২৯ নভেম্বর। বুকিংয়ের মেয়াদ রাখা হয় ১৪ ডিসেম্বর পর্যন্ত। তবে অতদিন অপেক্ষা করতে হয়নি। মাত্র ৯ দিনেই সব ফ্ল্যাট বুক হয়ে যায়। ফ্ল্যাটগুলির প্রতি বর্গফুটের দাম শুনলে ভিরমি খেতেই পারেন! দক্ষিণ-মধ্য মুম্বইয়ে নির্মীয়মাণ ওই আবাসনটিতে প্রতি বর্গফুটের দাম ধার্য করা হয় ৭০ থেকে ৮০ হাজার টাকা।

'ওয়ার্ল্ড ওয়ান টাওয়ার' নামে লোধা গ্রুপের এই অত্যাধুনিক আবাসন প্রকল্পটির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ৩ বছর আগে। কিন্তু নিরাপত্তার জন্য ওই গগনচুম্বির নির্মাণ বন্ধ করে দেয় ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। এরপর প্রকল্পের ছাড়পত্র পেয়ে ফের কাজ শুরু হয়েছে। লোধা গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর অভিষেক লোধা জানান, ৭৫ শতাংশ কাজ হয়ে গিয়েছে। বাকি কাজও দ্রুত চলছে। আগামী ২০১৬ সালের মধ্যেই ফ্ল্যাটের চাবি পেয়ে যাবেন ক্রেতারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে