বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৪৭:৪৪

চুরির পয়সায় দু’হোটেলের মালিক!

চুরির পয়সায় দু’হোটেলের মালিক!

এক্সক্লুসিভ ডেস্ক : গাড়িচোর নাকি পেশায় হোটেল মালিক! কি করে সম্ভব? তবে সম্ভব তো হয়েই গেছে। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কি করে সম্ভব? ঘটনাটি ভারতের পাটনায়! চুরির পয়সাতেই তিনি পাটনায় দিব্যি বানিয়ে ফেলেছেন দু’দুটো হোটেল৷

পাটনায় লাগাতার গাড়ি চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশ আটক করেছিল সেই মহাচোরকে৷জিজ্ঞাসাবাদের পরই উঠে এসেছে অজানা সেই চাঞ্চল্যকর তথ্য৷

এমনকি ধৃত সোনু আলম পুলিশকে জানিয়েছেন, পাটনার একজিভিশন রোড, এসপি বর্মা রোডে দুটি হোটেল তৈরি করেও তিনি চুরি করা ছাড়েননি৷ কথাগুলো তিনি বলেছেন বেশ বুক ফুলিয়েই৷

সোনুর একটি চক্র রয়েছে৷সেখানে পাটনার বিভিন্ন জায়গা থেকে চুরিকরা গাড়ি পাচার করা হয় অন্যান্য রাজ্যে কখনো কখননেপালেও৷সোনুর দলবলের নজর থাকতো বিলাসবহুল সব গাড়ির ওপর। সুযোগ পেলেই তারা চুরি করে নিত সেটি৷৬০টিরও বেশি বিলাসবহুল গাড়ি চুরির কথা সোনু নিজের মুখে স্বীকার করেছেন৷

সোনুর গ্রেফতারকে ঘিরে সামনে এসেছে আরো কয়েকজন ব্যক্তির নাম৷তবে গাড়ি চুরি করতে গিয়ে সিসিটিভি ক্যামেরায় সোনুর ছবি ওঠার পরই পুলিশ তার সন্ধান পায়৷

সোনুর দলে প্রায় ১০-১২ জন লোক কাজ করে৷ এর মধ্যে চারজন তার ভাই। বাকিরা তার হোটেলের কর্মচারী৷হোটেল করা হয়েছে। সোনুর গাড়ি চুরির পয়সা এখন তার রিয়েল এস্টেটে যাচ্ছে। এ কথা সোনু পুলিশের কাছে নিজেই স্বীকার করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে