বিনোদন ডেস্ক : মাত্র আড়াই বছরের একটি প্রাণী। চেহারায় বদমেজাজি ভাব তার। নীল দুটি নয়নে এমনভাবে চেয়ে আছে। মনে হয় কাউকে এক্ষুনি ধরে ফেলভে। এমন বদমেজাজি বিড়ালটির আয় বিশ্বের অনেক বড় বড় তারকাদের উপরে। বিড়ালটির বার্ষিক আয় শুনলে চমকে উঠবে সেসব তারকারাই।
আমেরিকার অ্যারিজোনার বাসিন্দা তাবাথা বান্ডিসেনের পোষা এই বেড়ালটির নাম টার্ডার সস। তুমুল জনপ্রিয়তার ভীড়ে আসল নামখানা এখন হারিয়ে গেছে। আদর করে সবাই ওকে গ্রাম্পি বলে ডাকে। এক সময় হোটেলে ওয়েট্রেস হিসেবে কাজ করতেন তাবাথা। একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একদিন তিনি গ্রাম্পির বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন। ব্যস, এরপরই ক্রমাগত কল আসতে শুরু করে তার মোবাইল ফোনে ।
গত দুই বছরে গ্রাম্পিকে দিয়ে তাবাথা আয় করেছেন ৬৪ মিলিয়ন ডলার। এর মধ্যে চলতি বছরই আয় করেছেন ২৭.১ মিলিয়ন পাউন্ড। ক্রিশ্চিয়ানো রোনালদোর বার্ষিক আয় ১৩.৫ মিলিয়ন পাউন্ড। বিজ্ঞাপন, পণ্যসত্ত্ব, অভিনয়সহ বিভিন্ন ক্ষেত্র থেকে এই আয় হিবে করা হয়েছে।
এতো গেল আয়ের কথা। ফেসবুক , টুইটার, ইউটিউবে গ্রাম্পির কোন ছবি কিংবা ভিডিও পোস্ট হলে টিনেজাররা রীতিমতো হামলে পড়ে। ইউটিউবে গ্রাম্পির ভিডিও দেখা হয়েছে ১কোটি ৬০ লাখ বার। ইনস্ট্রাগ্রামে তার ফলোয়ার রয়েছে ৫ লাখ ২১ হাজার। আর টুইটারে এ সংখ্যা ২ লাখ ৫৫ হাজার। এছাড়া মগ, টিশার্ট ও ক্যালেন্ডারেও রয়েছে গ্রাম্পির ছবি।
২০১২ সালে পোষা প্রানীদের খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নেসলে পুরিনা পেট কেয়ারের সঙ্গে তাদের পণ্যের বিজ্ঞাপনের জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয় গ্রাম্পি। নিউইয়র্কে হাই প্রোফাইল একটি অনুষ্ঠানে নেসলে গ্রাম্পিকে তাদের আজীবন সম্মাননা পদকও দিয়েছে।
দুটি বইয়ের প্রচ্ছদের জন্যও কাজ করেছে গ্রাম্পি। এগুলোর মধ্যে ‘গ্রাম্পি ক্যাট: এ গ্রাম্পি বুক’ বইটি নিউইয়র্ক টাইমসের বেস্ট সেলার তালিকায়ও স্থান করে নিয়েছিলো। দ্বিতীয়টি ‘দ্যা গ্রাম্পি গাইড টু লাইফ’ এখনও আমাজান ডটকমের বেস্ট সেলার তালিকায় রয়েছে।
এসব ছাড়াও নাম ও ছবি ব্যবহার করা হয় বিভিন্ন পণ্য দ্রব্য বিপনন প্রতিষ্ঠান থেকেও আয় হয় গ্রাম্পির। ইলেকট্রনিক্স থেকে শুরু করে প্রাণি খাদ্য পর্যন্ত ১৪০ পণ্যের সঙ্গে জড়িয়ে আছে গ্রাম্পি। চলতি বছর গ্রাম্পির নামানুসারে গ্রাম্পিচিনো নামে টিনজাত রেডিমেড কফিও বাজারজাত করা হয়েছে।
এছাড়া বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক প্রতিষ্ঠান লায়নসগেট নির্মিত গ্রাম্পি ক্যাটস, ওরর্স ক্রিসমাস এভার নামে একটি সিনেমায়ও অভিনয় করেছে। এসব কাজের পারিশ্রমিক আদায় ও চুক্তি করার জন্য গ্রাম্পির একজন ম্যানেজারও রয়েছে!
অদ্ভূত দৃষ্টি ও দৃঢ় ভাবভঙ্গির জন্য তারকাই বনে গিয়েছেন গ্রাম্পি ক্যাটসুক। তাই বলে দুইবার ব্যালন ডি’অর জয়ী রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে এই বিড়ালের ব্রান্ড ভ্যালু বেশি ছিল গত বছর! ওয়েবসাইট