বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৪:৫৯

মৃত্যুর পর আদালতে!

মৃত্যুর পর আদালতে!

এক্সক্লুসিভ ডেস্ক : মৃত্যুর পর কেউ আদালতে এসেছে এ কথা বললে পাগল উপাধি ছাড়া আর কোনো উপাধি মিলবে না। মৃত্যুর পর কেটে গেছে তিন তিনটি বছর৷কিন্তু মামলার কারণে স্টিভ জোবস আদালতে হাজির হয়ে গেলেন গত শুক্রবার৷

অবাক করার মনে হলেও ঘটনাটি ঘটেছে৷আদালতে ভিডিও ফুটেজের মাধ্যমে পেশ করা হলো জোবসের বক্তব্য৷সেই ফুটেজে অ্যাপলের প্রয়াত কর্ণধার দাবি করলেন- আই-টিউন্স থেকে আই-পডে ডাউনলোড করা গান যদি কোনোভাবে অন্য কারো কম্পিউটারে চলে যেত তা হলে রেকর্ড কোম্পানিগুলোর কাছে জবাবদিহি করতে হত তাদের।

পড়তে হত আইনি ঝামেলায়৷তার ব্যাখ্যা ওই ভাবে গান চুরি করতে তখন তৎপর ছিল বহু হ্যাকার। সেই সমস্যা এড়াতেই আই-টিউন্স ছাড়া অন্য কোনো গান আই-পডে ঢুকতে দিতে চাননি তিনি।

প্রসঙ্গত, প্রতিযোগিতা আইন ভাঙা নিয়ে মামলা হয়েছে
অ্যাপলের বিরুদ্ধে। বিরোধী পক্ষের অভিযোগ, গোটা বিষয়টায় অ্যাপলকে সামনে রেখে নেতৃত্ব দিয়েছিলেন জোবস, যার প্রমাণ হিসেবে মার্কিন আদালতের শুনানিতে জোবসের ই-মেল তুলে ধরেন তারা।

সেই ই-মেলে নির্দেশ ছিল, আই-পডে যাতে অ্যাপলের নিজস্ব
ডিজিটাল মিউজিক স্টোর আই-টিউন্স ছাড়া অন্য কোথাও থেকে গান শোনা না যায়,

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে