বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৮:১৫

বৃষ্টি থেকে রক্ষা করবে ‘অদৃশ্য ছাতা’

বৃষ্টি থেকে রক্ষা করবে ‘অদৃশ্য ছাতা’

এক্সক্লুসিভ ডেস্ক : মুষলধারে বৃষ্টি অথচ আপনি বৃষ্টির পানিতে ভিজছেন না। আশ্চর্য হবারই কথা। তবে আশ্চর্য হওয়ার কিছু নেই। এমন নতুন প্রযুক্তির ‘অদৃশ্য ছাতা’ অচিরেই আপনার হাতে আসবে।

খবর : ওয়াশিংটন পোস্ট’র

পাইপের মতো দেখতে এয়ার-আমব্রেলাটির মাথায় কোনো ওয়াটারপ্রুফ প্লাস্টিক নেই। তারপরও পাইপ আকৃতির এ ছাতা বিন্দুমাত্র জল গড়াতে দেবে না শরীরে। কিন্তু এ ছাতা রোদের হাত থেকে রক্ষা করবে না।

ছাতাটি বাতাসের সাহায্যে ব্যবহারকারীর শরীরে পানি পড়তে দেবে না। বৃষ্টির পানি শরীরে পড়ার আগেই বাতাসের চাপে তা দূরে সরিয়ে দেবে।

২০১৫ সালের সেপ্টেম্বর থেকে এ ছাতার উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে। তবে ছাতার মূল্য নির্ধারণের কথা জানা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে