বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৯:০০

ভেষজ উপাদান দিয়ে তৈরি বিশ্বের একমাত্র কোরআন শরীফ

ভেষজ উপাদান দিয়ে তৈরি বিশ্বের একমাত্র কোরআন শরীফ

এক্সক্লুসিভ ডেস্ক : ভেষজ উপাদান দিয়ে হাতে তৈরি বিশ্বের একমাত্র কোরআন শরীফটির প্রদর্শনী ৭ ডিসেম্বর রবিবার দুবাইয়ে শুরু হচ্ছে। প্রদর্শনী চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

হেডেম আর্টস নামে একটি প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বাণিজ্য নগরী দুবাইয়ের গারহাউডে এ প্রদর্শনীর আয়োজন করেছে। প্রয়াত তুর্কি ইউনানি চিকিৎসক হামদি তাহের ১৯৫৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ২৩ বছরের চেষ্টায় এ কোরআন শরিফটি প্রস্তুত করেন।

ইউনানি মেডিকেল পদ্ধতি প্রয়োগে এটি প্রস্তুতে ব্যবহার করা হয়েছে ২০০টির বেশি ভেষজ উপাদান। হারবাল ক্রিমসহযোগে ৬০৬ পৃষ্ঠার এ কোরআন শরিফটির বর্ণ, অধ্যায়ের নাম, পাতার উপরিভাগে অধ্যায়ের শিরোনাম, পৃষ্ঠা নম্বর ও বর্ডার সজ্জিত করা হয়েছে।

হেডেম আর্টস জানায়, কোরআন শরিফটি তৈরিতে যে হারবাল কাগজ ব্যবহার করা হয়েছে, তাতে অনেক চিকিৎসা উপাদানের উপস্থিতি রয়েছে। এটির ওজন সাড়ে সাত কেজি। বিভিন্ন ধরনের বিচি, ফল, পাতা ও গাছের মূল থেকে ভেষজ যৌগটি প্রস্তুত করা হয়েছে। -অ্যারাবিয়ান বিজনেস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে