এক্সক্লুসিভ ডেস্ক : শ্বশুরবাড়িতে টয়লেট না থাকায় সৃষ্টি হয় ধূম্রজাল। এ ঘটনাকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে মারপিটও হয়। বন্ধক বানিয়ে রাখা হয় বরকে।
কনের পরিবারের দাবি, পণের টাকা ফেরত না- দিলে আটকই থাকতে হবে বরযাত্রীদের। এমন ঘটনা ঘটে বুধবার ভারতের বারাণসীর কাছে মিরজাপুর জেলার বিন্ধ্যাচলের ভটেবরা গ্রামে।
মঙ্গলবার রাতে বরযাত্রী আসে গ্রামের ওই বাড়িতে। বরযাত্রীদের সাথে সামিল কয়েকজন মহিলা শৌচালয়ের রাস্তা জানতে চায়। এতেই বিপত্তি। জানানো হয়, বাড়িতে কোনো শৌচালয় নেই। এটা শোনার পরই রেগে যান হবু জামাই। হবু শ্বশুরমশাইয়ের গালে তৎক্ষণাৎ চড় কষিয়ে দেন।
এরপরই এক কান করে পাঁচকান হয় কথা। এ ঘটনা কনের কানে পৌঁছলেই বিয়েতে বেঁকে বসেন তিনি। সাফ জানিয়ে দেন, কোনো মতেই এ বিয়ে করবেন না তিনি।
এরপর বরসহ বরযাত্রীদের আটক করে রাখা হয়। কনেপক্ষের তরফে জানানো হয়, পণের টাকা না পাওয়া পর্যন্ত কাউকে ছাড়া হবে না।
পরে পুলিশি হস্তক্ষেপে বরযাত্রীরা ছাড়া পায়। এরপর পঞ্চায়েতে মামলার শুনানি হয়। পণের টাকা ফেরানোর দাবি তোলা হয় সেখানে। ১ লাখ টাকা ফেরত পাওয়ার পরই মামলার নিষ্পত্তি হয়।
অবশেষে বধূবিহীন বাড়ি ফিরে যায় বরযাত্রী।