এক্সক্লুসিভ ডেস্ক : দুর্লভ এক আবিষ্কার, যা না হলে দুনিয়াটাই থাকে অন্ধকার। উৎপাদনে ঘটে ব্যাঘাত। সেই আবিষ্কার হলো বিদ্যুৎ। বিদ্যুৎ তো প্রতিটি দেশেই বিদ্যমান। কিন্তু গাছে পাওয়া যাবে বিদ্যুৎ! এমন ঘটনা অবাক করারই কথা।
তবে সত্যি সত্যিই গাছে পাওয়া যাবে বিদ্যুৎ! সম্প্রতি ফ্রান্সের বিজ্ঞানীরা ‘উইন্ড ট্রি’ বা ‘বায়ু গাছ’ নামের একটি প্রটোটাইপ কৃত্রিম গাছ তৈরি করেছেন, যার একটি বাড়িতে বসানো হলে তা থেকেই পুরো বাড়ির বিদ্যুতের চাহিদা মিটে যাবে। এমন আশাবাদী বিজ্ঞানীরা।
এ খবর দিয়েছে ডেইলি মেইল।
ফরাসি গবেষণা সংস্থা সিএনআরএসের একদল গবেষক এই প্রযুক্তি আবিষ্কার করেছেন। তাদের আবিষ্কৃত এই বায়ু গাছে প্লাস্টিকের পাতার মধ্যে বসানো থাকে টারবাইন।
এই টারবাইন বাতাসে ঘুরে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। এতে সূর্যের আলোর সাহায্যে কার্বন ডাইঅক্সাইড এবং পানির রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয় গ্লুকোজ ও অক্সিজেন। এ দুটি উপাদান থেকে তৈরি হয় বিদ্যুৎ।
এ জন্য দরকার হবে একটি বায়োফুয়েল সেল তথা জৈবিক ব্যাটারি, যে সেলটিকে গবেষকরা একটি ক্যাকটাসের ভেতর প্রতিস্থাপন করে বিদ্যুৎ তৈরিতে সফল হয়েছেন।
পরীক্ষায় দেখা গেছে, কৃত্রিম উপায়ে বেশি পরিমাণে আলো নিক্ষেপ করার ফলে একটি বায়োফুয়েল সেল প্রতিবর্গসেন্টিমিটার ক্যাকটাস থেকে ৯ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছে।
পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে এই প্রযুক্তি একটি মাইল ফলক হতে পারে ভবিষ্যতে। এই প্রযুক্তির আরো উন্নয়ন ঘটনানো সম্ভব বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
গবেষকেরা বলছেন, এ গাছ তৈরিতে খরচ হবে ২৩ হাজার ৫০০ পাউন্ড যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ২৮ লাখ টাকা। সাড়ে ৪ মাইল গতিতে বাতাস হলেই এ গাছ বিদ্যুৎ উত্পাদন করতে পারবে।
বাড়ি, রাস্তার এলইডি বাতির বিদ্যুৎ জোগান দিতে এই কৃত্রিম গাছ ব্যবহার করা যাবে। এই প্রযুক্তিতে উৎপাদিত বিদ্যুৎ ২০১৫ সাল নাগাদ বাজারজাত করা হতে পারে।