বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১১:১৭:৫৯

আসছে যাত্রীবাহী সুপারসনিক প্লেন!

আসছে যাত্রীবাহী সুপারসনিক প্লেন!

এক্সক্লুসিভ ডেস্ক : শিগগিরই আকাশে ওড়বে উচ্চ গতিসম্পন্ন যাত্রীবাহী সুপারসনিক প্লেন। সাধারণ প্লেনের চেয়ে দ্বিগুণ গতি হবে এ নতুন প্রজšে§র প্লেনের।

সুপারসনিক যাত্রীবাহী এ প্লেনের নকশা করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান লকহেড মার্টিন।

এন প্লাস ২ নামে এ প্লেনের মাধ্যমে যাত্রীরা অর্ধেক সময়ে পৌঁছে যাবে তার কাঙ্খিত গন্তব্যে।

তারা দাবি করছেন, প্রচলিত যাত্রীবাহী প্লেনের তুলনায় এটি দ্বিগুণ গতিতে চলবে। এর গতিবেগ হবে ঘণ্টায় ১ হাজার ২০০ মাইল।

নিউইয়র্ক থেকে প্রায় ৪ হাজার কিলোমিটারের দূরত্ব পাড়ি দিয়ে লস অ্যাঞ্জেলসে পৌঁছতে পাঁচ ঘণ্টার পরিবর্তে আড়াই ঘণ্টা সময় লাগবে।

লকহেড মার্টিনের এ প্রকল্পের ম্যানেজার মাইকেল বুনান্নো জানান, নতুন প্রজšে§র সুপারসনিক প্লেনের আওয়াজ নিয়ন্ত্রণে ‘সনিক বুম’ প্রযুক্তি ব্যবহƒত হচ্ছে। প্রতিটি প্লেনে যাত্রী ধারণক্ষমতা ৮০ জন। এতে তিনটি ইঞ্জিন ব্যবহার করা হবে। একটি থাকবে প্লেনের উপরে। আর দু’টি প্লেনের দুই পাশের ডানায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে