এক্সক্লুসিভ ডেস্ক : খামার কিংবা গোয়ালঘরেই গরু রাখা হয়। কিন্তু সেই গরু যদি ম্যানহোলে পাওয়া যায় তা অবাক করারই কথা। এমনই ঘটনা ঘটেছে চীনের জিয়াংজি প্রদেশে।
এক মাস পর ম্যানহোল থেকে একটি ষাঁড় উদ্ধার করা হয়। মাসখানেক আগে সেখানকার একটি খামার থেকে ষাঁড়টি হারিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর খামারের মালিক ষাঁড়টি ফিরে পাওয়ার আশা একেবারে ছেড়েই দিয়েছিলেন।
কিন্তু হঠাৎ খামারের কাছাকাছি একটি রাস্তার ম্যানহোলের মধ্যে ষাঁড়টি পাওয়া যায়। ষাঁড়ের মালিক উদ্ধারকর্মীদের খবর দেন। পরে উদ্ধারকর্মীরা এসে ম্যানহোলের মধ্য থেকে ২০০ কেজি ওজনের ষাঁড়টি তুলতে রীতিমতো হিমশিম খান।
একপর্যায়ে ষাঁড়টি ম্যানহোল থেকে তোলা তাদের পক্ষে সম্ভব নয় বলে জানিয়ে দেন। কাছেই একটি বহুতল ভবন তৈরির কাজ করছিলেন শ্রমিকরা। তারা এসে ষাঁড়ের গলায় দড়ি বেঁধে কয়েক মিনিটের মধ্যেই ষাঁড়টিকে ওপরে তোলে আনেন। এতে হাফ ছেড়ে বাঁচেন ষাঁড় মালিক।