বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১১:২৯:৫৩

ট্রাফিক-বাতিহীন আজব এক শহর

ট্রাফিক-বাতিহীন আজব এক শহর

এক্সক্লুসিভ ডেস্ক : পৃথিবীর একমাত্র ট্রাফিক বাতিহীন শহর ভুটানের রাজধানী থিম্পু। এ শহরে একটিমাত্র ট্রাফিক নিয়ন্ত্রণ স্ট্যান্ড রয়েছে। ভুটানে ট্রাফিক বাতি না থাকলেও জনগণের সচেতনতার জন্য এখানে যান নিয়ন্ত্রণ সহজ হয়েছে। ২ হাজার ৬৭ বর্গ কিলোমিটার আয়তন থিম্পু শহরের। যেখানে প্রতিদিন চলাচল করে প্রায় ৩৭ হাজারেও বেশি ছোট-বড় গাড়ি। নিজস্ব নিয়মেই এসব গাড়ি চলাচল করে। যে কারণে ট্রাফিক নিয়ন্ত্রণ আর লাগে না।

শহরটি পাহাড় কেটে তৈরি হলেও রাস্তা বেশ প্রশস্ত। তার চেয়েও বড় ব্যাপার, শহরবাসী ট্রাফিক আইন নিয়ে বেশ সচেতন। লোকজন জেব্রা ক্রসিং ছাড়া রাস্তা পার হয় না। এমনকি ফুটপাত ছাড়া মানুষ হাটেও না। এ কারণেই সম্ভব হয়েছে বাতিহীন ট্রাফিক নিয়ন্ত্রণ।

দিন দিন গাড়ির সংখ্যা বাড়ছে ভুটানে। তারপরও প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হয় এ বিশেষ ব্যবস্থার ট্রাফিক পুলিশকে। দিনে দুজন একমাত্র ট্রাফিক স্ট্যান্ডে পালাক্রমে যান নিয়ন্ত্রণ কাজ করতে। ভুটান ট্রাফিক পুলিশ কমান্ডার জানান, এভাবে যান নিয়ন্ত্রণ করা তাদের ঐতিহ্য। এখানে ট্রাফিক বাতি না থাকলেও পুলিশ নিয়মিত টহল দেয়।

কেউ অন্যায়ভাবে পার্কিং ও গাড়ি চালালে সঙ্গে সঙ্গে শাস্তির ব্যবস্থা করা হয়। এছাড়া, এ এনালগ পদ্ধতির ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পুলিশকে প্রশিক্ষণ দেয়া হয়। অনেক লোক এটা দেখতে আসে।

এদিকে, থিম্পুর মেইন ট্রাফিক পয়েন্টের এ ট্রাফিক ব্যবস্থাকে সাধুবাদ জানিয়েছে চালক থেকে শুরু করে স্থানীয় মানুষের জন্য। চালকরা বলছেন, আইনের কড়াকড়ির জন্য তারা এই ব্যবস্থাকে শ্রদ্ধা করেন। এ ব্যবস্থা তাদের গর্ব। চালকেরা জানান, ট্রাফিকের এ পদ্ধতি খুব ভাল। এতে যানজটের সমস্যা হয় না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে