এক্সক্লুসিভ ডেস্ক : অর্ডার করলেই প্লেটে উড়ে আসবে উড়ন্ত খাবার! বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও ঘটনা তা-ই। শূন্যে ভাসতে ভাসতে আসবে আপনার অর্ডার দেয়া খাবার৷কোনো সিনেমার প্লেট নয় বা জনপ্রিয় গুপিগাইন-বাঘাবাইনের ভূতের দেয়া বরের জন্যও নয়৷
টেকনোলজিকে ভরসা করেই গ্রাহক বাড়াতে উদ্যোগী হয়েছে সিঙ্গাপুরের একটি রেস্তোরাঁ৷ওয়েটারের বালাই নেই সেখানে।
অভিনব রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রযুক্তিকে হাতিয়ার করেই গ্রাহকদের মন আকর্ষণ করতে উদ্যোগী হয়েছেন তারা৷ সিঙ্গাপুরের এই রেস্তোরাঁয় আসা গ্রাহকরা তাদের খাবার অর্ডার দেয়ার পরই শূন্যে ভেসে আসবে একটি বিশেষ প্লেট, তাতে থাকবে আপনার অর্ডার দেয়া খাবার৷
প্লেটটি অন্য গ্রাহকদের মাথার ওপর দিয়ে উড়ে ধীরে ধীরে নেমে আসবে আপনার টেবিলের পাশে৷এরপর আপনি ওই উড়ন্ত প্লেট থেকে আপনার খাবারের প্লেট তুলে নিলে আপনা আপনিই উড়ে চলে যাবে খালি প্লেটটি৷
কর্তৃপক্ষ জানিয়েছেন, উড়ন্ত প্লেটগুরো আসলে স্বয়ংক্রিয় রোবোটিক ওয়েটার৷বিশ্বে প্রথম এ ধরনের টেকনোলজি এনেছেন তারা। এমন খবরে খুব তাড়াতাড়ি সিঙ্গাপুরের অন্যতম আকর্ষণ রেস্তোরাঁ হয়ে উঠবে যা বলার অপেক্ষা রাখে না৷