বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৪৩:৪৮

বিমান ঠেলে চালু করলেন যাত্রীরা!

বিমান ঠেলে চালু করলেন যাত্রীরা!

এক্সক্লুসিভ ডেস্ক : বর্ষাকালে বাংলাদেশে এ দৃশ্য প্রায় দেখা যায়। ইঞ্জিনে জল/পানি ঢুকেছে। গাড়ি স্টার্ট নিচ্ছে না। জন কয়েক গাড়ি ঠেলছে। ’বলরে বল হেইয়া..আরো জরে হেইয়া..’ ইঞ্জিন স্টার্ট করার জন্য গাড়ি ঠেলা, এ আর এমন কি! কিন্তু আস্ত যাত্রীবাহী বিমান ঠেলে স্টার্ট করতে হলেই বিষয়টা বাড়াবাড়ি হয়ে যায় না। আর তখনই ব্যাপারটা খবর। সাইবেরিয়ায় যাত্রীরাই নেমে বিমান ঠেলে ইঞ্জিন স্টার্ট করতে সাহায্য করলেন। তাও আবার মাইনাস ৫২ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডায়। ইঞ্জিন চালু হতেই সবাই আবার বিমানে উঠে পড়েন।

মস্কো থেকে প্রায় ২ হাজার কিলোমিটার দূরে ইগারকা শহর থেকে সাইবেরিয়ার ক্রাসনয়ারাস্ক শহরে যাচ্ছিল বিমানটি। সকালে বিমানটি ছাড়ার সময়ই গোল বাঁধে। কিছুতেই ইঞ্জিন চালু হচ্ছিল না। পাইলট যাত্রীদের জানান, প্রচণ্ড ঠান্ডায় ব্রেক সিস্টেম জমে গিয়েছে। এছাড়া দুটি চাকাতেও বরফ জমে যাওয়ায় এগোচ্ছে না। মাথায় হাত পড়ে ৭৪ জন যাত্রীর। কারণ তারপরের বিমান অনেক দেরি। বাইরে তখন মাইনাস ৫২ ডিগ্রি তাপমাত্রা। চারিদিকে শুধুই বরফ। নানা দুশ্চিন্তার মধ্যেই এক যাত্রী হঠাত্‍ বলে ওঠেন, ভেবে কিছু হবে না, চলুন সবাই চেষ্টা করি প্লেনটাকে স্টার্ট করানোর।

ব্যস, যেমনি ভাবা তেমনি কাজ। গায়ে মোটা জ্যাকেট চাপিয়ে হৈ-হৈ করে ৭৪ জন যাত্রী নেমে পড়েন বিমান থেকে। তারপর শুরু হয় ঠেলা। বেশ কিছুক্ষণ ঠেলার পরই চালু হয়ে যায় বিমানের ইঞ্জিন। সবাই বিমানে উঠে পড়েন। তারপর সুহানা সফর!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে