এক্সক্লুসিভ ডেস্ক : মস্তিষ্ক আমাদের চালনা করে। তাই আমাদের সারা শরীরের মধ্যে মস্তিষ্ক একটি গুরুত্বপূর্ণ অংশ। এ অংশে সুস্থ রাখা আমাদের সকলেই উচিত। খুব সহজেই তা আমরা পারি। যে যে খাবার এ মস্তিষ্ককে উর্বর করে সে সে খাবার আমাদের বেশি করে খাওয়া উচিত। তবেই মস্তিষ্ক পাবে তার দরকারি পুষ্টি উপাদান। আসুন জেনে নিই, মস্তিষ্ক সুস্থ রাখতে দরকারি ছয় ধরনের খাবার সম্বন্ধে।
বাদাম : বাদামের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। সুস্বাদু বাদাম আমাদের মন ভালো রাখে। তাছাড়া বাদামে আছে খনিজ পদার্থ ও ভিটামিন যা ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ইত্যাদি। বাদামের উপাদান আমাদের মস্তিষ্ককে তো ভালো রাখেই, পাশাপাশি আমাদের দেহে রক্ত ও অক্সিজেন সরবরাহ উন্নত করে এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য বজায় রাখে।
টমেটো : অতি পরিচিত টমেটো আমাদের সুস্থ মস্তিষ্কের জন্য খুব জরুরী। এই টমেটো কিন্তু আমাদের হাতের কাছেই পাওয়া যায়। টমেটোর গুরুত্বপূর্ণ উপদান লাইকোপেন, যার মধ্যে আছে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেণ্ট যা মানব মস্তিষ্কের জন্য খুব উপকারী।
অলিভ অয়েল : অলিভ অয়েলে আছে খুব ক্ষমতাশীল অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের দেহের টিস্যুকে ক্ষয় থেকে রক্ষা করে এবং আরও বিভিন্ন রোগ হতে দেহকে রক্ষা করে থাকে। আমাদের মস্তিষ্কের সুস্বাস্থ্য গঠনে সাহায্য করে এই তেল। তাছাড়া ক্যানসার, হার্ট এর সমস্যা, দেহের রক্ত সঞ্চালন, দেহের ত্বকের সুরক্ষা ইত্যাদি বিভিন্ন সমস্যার সমাধান করে অলিভ অয়েল।
মাছ : মাছে আছে প্রচুর পরিমাণে ফসফরাস। মাছের খনিজ পদার্থ সাধারণত আমাদের মস্তিষ্ক ও স্মৃতিশক্তির উন্নতি সাধন করে থাকে। ঘন ঘন মাছ খাওয়া আমাদের শরীরের জন্য ভালো। বিশেষ করে মাগুর মাছ ও যেসব মাছে ওমেগা-৩ আছে সেই সকল মাছ আমাদের হার্ট ও মস্তিষ্ককে সুস্থ রাখে।
গ্রিন টি : অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর গ্রিন টি আমাদের দেহের হার্ট ও মস্তিষ্কের সমস্যা দূর করে। এটি আমাদের স্মৃতিশক্তি সংরক্ষণ করে ও মস্তিষ্কের কোষে সৃষ্ট ক্ষতি প্রতিরোধ করতে সাহায্য করে।
ব্রকলি : ফুলকপির মত দেখতে সবুজ রঙের সুস্বাদু সবজি ব্রকলিতে আছে প্রচুর পরিমানে পুষ্টি যা আমাদের স্মৃতিশক্তি জোরদার করে এবং মস্তিষ্কের স্বাস্থ্য সংরক্ষণ করে। এবং ব্রকলির পুষ্টি আমাদের হৃদপিণ্ডকে সব ধরণের ক্ষতি থেকে রক্ষা করে।
এই খাবারগুলো আমাদের মস্তিষ্ককে সর্বদা সুস্থ রাখতে সাহায্য করে থাকে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় এই খাবার গুলো রাখুন।