বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০১:০০:২৫

শিশু জন্মানোর খরচ এক মিলিয়ন ডলার

শিশু জন্মানোর খরচ এক মিলিয়ন ডলার

এক্সক্লুসিভ ডেস্ক : হাসপাতালে শিশু জন্মানোর খরচ এক মিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকার ৭৮ কোটি টাকা। এ টাকা গুণতে হচ্ছে কানাডিয়ান এক দম্পতিকে। শিশু জন্মের পর তার মা-বাবাকে এ বিল ধরিয়ে দেয় যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের একটি হাসপাতাল।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ভ্রমণে যান ওই দম্পতি। মহিলার সন্তান প্রসবের সময়কাল আরো কিছুদিন বাকি ছিল। হাওয়াই ভ্রমণে থাকাকালে জেনিফার কিমমেল নামের ওই নারীর প্রসব বেদনা ওঠে। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। আগাম জন্ম হয় শিশুটির।

বেশ কিছু দিন তাকে ইনকিউবিটরে রাখা হবে তাকে। দিতে হবে দামী ওষুধ। এ জন্য বিশাল অর্থ দিতে হবে দম্পতিকে। জেনিফার কিমমেল জানান, এত টাকা তাদের কাছে নেই। আবার ট্রাভেল ইনসুরেন্স কোম্পানি তাদের এ বাবদ বীমার টাকাও পরিশোধ করছে না। ফলে বিপদে আছে এ নিয়ে।

কোনো সংস্থা এ ব্যাপারে এগিয়ে আসেনি। এ দম্পতি হাসপাতালের বিল পরিশোধ করতে কানাডার নিজ পরিবারের কাছে বিষয়টি জানিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে