বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০১:০৬:৩৭

সৌরশক্তি এবার দেবে পানি

সৌরশক্তি এবার দেবে পানি

এক্সক্লুসিভ ডেস্ক : সাইকেল চেপে দূরে কোথাও যাচ্ছেন। যেতে যেতে মাঝপথে আপনার খুব তেষ্টা পেয়ে গেল। আশপাশে চেয়ে দেখলেন, পানি পাওয়ার কোনো উপায়ও এখানে নেই। ভাবুন তো, আপনার বুকের ভেতর কী অবস্থা তখন। গলা তো শুকিয়ে কাঠ।

তার ওপর সাইকেল চালিয়ে হয়ে পড়েছেন কাহিল। এখন কয়েক ঢোক পানি খেতে পারলে আপনি বেশ মৌজে আবারও উঠতে পারতেন সাইকেলের পিঠে। আপনার কথা মাথায় রেখেই সম্প্রতি অস্ট্রিয়ার ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার ক্রিসটোফ রিটেজার 'ফন্টাস' উদ্ভাবন করেছেন। যেখানে সৌরশক্তি ব্যবহার করে একটানা পানির উৎস তৈরি করা যাবে।

ফন্টাস হল সাইকেলে স্থাপিত একটি ডিভাইস। যা সৌর শক্তি ব্যবহার করে বাতাসের আর্দ্রতাকে পানিতে পরিবর্তিত করবে। এবং জমা হবে পানির বোতলে। থার্মোইলেক্ট্রিক কুলিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে এখানে। সোলার প্যানেল বিদ্যুৎ উৎপন্ন করবে। যা ডিভাইসের উপরিভাগকে ঠাণ্ডা রাখবে।

সাইকেল চালানোর সময় বাতাসের আর্দ্রতা ঘনীভূত হয়ে ফোঁটায় ফোঁটায় নিচের বোতলে জমা হবে। নিচের অংশ উষ্ণ থাকবে কিন্তু তা শুধু উপরের ঘনীভবন প্রক্রিয়াকে দ্রুত করার জন্য। ফন্টাস প্রোটোটাইপ বানাতে ৪০ ডলারের কম খরচ হয়েছে। গরম এবং সেঁতসেঁতে বাতাসে এক ঘন্টায় আধা লিটার পানি পাওয়া যাবে ফন্টাসে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে