বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০১:০৮:৪৪

চিনে নিন মনের মানুষ

চিনে নিন মনের মানুষ

এক্সক্লুসিভ ডেস্ক : ভালবাসা এখন যেন ঠুনকো কাঁচের গেলাশ। একটু ঠোকঠুকি লাগলেই ভেঙে গেল। তার জন্য কারো কারো বুক ভেঙে যায়। দিন ও রাতের হিসেব সে আর মাথায় রাখতে পারে না। এ জীবন আমরা কেউ চাই না। এ জন্য হুটহাট ভাল লেগে গেলে কাউকে মন না দেয়া আপনার জন্যেই ভাল। একটু দেখে, বুঝে তারপর মন দেয়ানোয় করলে আখেরে ফায়দা নিজেই পাবেন।

কিন্তু এভাবে চিন্তা করতে গেলে পৃথিবীর সকলকেই অবিশ্বাসের নজরে দেখতে হয়। তখন সত্যিকারের ভালোবাসার মানুষটির প্রতি অযথা সন্দেহ করাটাও অস্বাভাবিক হবে না। কিন্তু যার সাথে সম্পর্কে জড়িয়ে আছেন শুধুমাত্র অন্ধ বিশ্বাস করেও তো থাকা যায় না। আর কিছু নয় নিজেকেই প্রশ্ন করে দেখুন না যাকে মন প্রান দিয়ে ভালবাসছেন তিনি আদৌ আপনার যোগ্য জীবনসঙ্গী কিনা। বুঝে যাবেন নিজের জবাবেই।
সে কেন আমাকে ভালোবাসে?

সবার প্রথমে নিজেকে প্রশ্ন করে দেখুন তো সে কেন আপনাকে ভালোবাসেন? আপনার কোন জিনিসটি তার কাছে খুব বেশি প্রিয়। সেটাকি আপনার বাহ্যিক কোনো সৌন্দর্য নাকি আপনার ভেতরের কিছু? যদি বাহ্যিক সৌন্দর্যের ওপর ভিত্তি করে তিনি আপনাকে ভালোবাসেন তবে আপনার সঙ্গী হওয়ার যোগ্যতা তার নেই।
সে কি আমার সম্পর্কে জানে?

একজন মানুষ সম্পর্কে সব কিছু জানা কারো পক্ষেই সম্ভব নয়। কিন্তু কিছু ব্যাপার থাকে না বলে না দিলেও শুধুমাত্র জীবনসঙ্গীরাই নিজে থেকে জেনে বা বুঝে নিতে পারেন। তিনি কি আপনার সেসকল ব্যাপার সম্পর্কে জানেন কিনা ভেবে দেখুন। তার ভালোবাসা কি আমার দোষগুণ সব কিছুর ঊর্ধ্বে?

দোষগুনে মিলিয়েই একজন মানুষ। যদি সত্যিকারের ভালোবাসা হয়ে থাকে তবে দোষগুণ সবকিছুর ঊর্ধ্বেই থাকবে তার ভালোবাসা। আমাদের মনমানসিকতায় মিল কতোখানি?

সম্পূর্ণ মিলিয়ে কখনোই জীবনসঙ্গী খুঁজে পাবেন না। কিন্তু দুজন মানুষ একসাথে অনেকটা পথ পার করতে পারেন যদি তাদের মনমানসিকতায় অনেকখানি মিল থাকে। তাই নিজেকে প্রশ্ন করে নিন এই ব্যাপারে। জীবনের প্রতিক্ষেত্রে তার সাপোর্ট কি আমি পাবো?

তার এখনকার আচরণের সাথে মিলিয়ে চিন্তা করে দেখুন তো তিনি কি সকল ধরণের বিপদে আপদে এবং আপনার প্রতি অন্যায়ের সময় আপনার পাশে দাঁড়াতে পারবেন? নাকি কিছুটা হলেও আপনার নিজেকে একলা মনে হবে। যদি মনে করেন তিনি পারবেন তবে সত্যিকার অর্থেই তিনি আপনার যোগ্য জীবনসঙ্গী। সে কি আদৌ আমাকে সুখে রাখতে পারবে?

আপনি আপনার সম্পর্কে কতোটা সুখী একবার ভেবে দেখুন তো? সম্পর্ক ঠিক রাখতে এবং সুখ ধরে রাখতে এখন থেকেই কি আপনাকে অনেক বেশি কম্প্রোমাইজ করতে হচ্ছে কিনা চিন্তা করুন। যদি তাই হয় তবে তিনি আপনার যোগ্য নন। কারণ বিয়ের পর পুরোপুরি আপনাকেই কম্প্রোমাইজ করে চলতে হবে। তার কাছে আমার মূল্য কতোটুকু?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে