এক্সক্লুসিভ ডেস্ক : ছোট্ট তুবলি খুব জিদ ধরে। জিদ যদি একবার ধরে, ভাঙা বেশ মুশকিল। বাবা-মা প্রায়ই তাকে বকাঝকা করেন। তুবলির এক বড় বোন আছে। সে করে না। তার এই আপুন খুব ভালো।
তুবলির মতো অনেক শিশুই এরকম বায়নাক্কা ধরে। বড়রা বিরক্ত হই। ধমক দেয়। এতে ওই শিশুর ভেতর আতঙ্ক তৈরি হয়। তার মানসিক বিকাশ ঠিকঠাক গড়ে ওঠে না।
শিশুর ভেতর যদি কোনো কারণে আতঙ্ক ঢুকে যায়, তবে শিশুর পরের জীবনে তার প্রভাব পড়ে। যে প্রভাব তার স্বাভাবিক জীবনকে অন্যরকম করে তুলতে পারে।
যখন আপনার শিশু এটা-ওটা-সেটা জিগেশ করবে, আপনি বুঝিয়ে ব্যাপারটা তাকে বলুন। তার ভেতর জানার দরজা দিয়ে আপনি আপনার ভাবনা পৌঁছে দিলেন।
প্রকৃতির কাছাকাছি নিয়ে গেলেন সপ্তাহে একদিন। যদিও জানি, নাগরিক জীবনে তা কারো করে ওঠা হয় না। তবু আশপাশে কোথাও বেড়িয়ে এলেন। শিশুটি দেখল চারদিকের নানা ছবি। নানা ঘটনা।
শিশুর জন্যে শিশুতোষ বই নির্বাচনে একটু সাবধান। বাজারের যা-তা বই দিয়ে শিশুর অ আ ক খ শেখা শুরু না করাই ভাল। এ জন্য আপনি শিশুর হাতে তুলে দিতে পারেন রবীন্দ্রনাথের সহজপাঠ। যা শাহবাগের আজিজ সুপার মার্কেটে যে কোনো বইয়ের দোকানেই পাবেন।