এক্সক্লুসিভ ডেস্ক : বয়স বাড়লেও চোখের দৃষ্টি কমবে না। এ জন্যে যুক্তরাজ্যেও কয়েকজন বিজ্ঞানী গবেষণা চালিয়ে যাচ্ছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টি কমার কারণ হিসেবে তারা বংশগত ইতিহাসকেই দায়ী করেন। একই সঙ্গে এর জন্য দায়ী বংশগতি তথা জিনও চিহ্নিত করেছেন। এ নিয়ে এখনো গবেষণা চলছে।
বিজ্ঞানীরা জিন গবেষণার মাধ্যমে বের করতে চান দৃষ্টি সুরক্ষার উপায়। তাদের দাবি, এ প্রক্রিয়া তাঁরা জানতে পেরেছেন। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের ফ্যাকাল্টি অব মেডিক্যাল হিউম্যান সায়েন্সেসের বিজ্ঞানীরা জানান, এর আগে গবেষণায় বয়সজনিত অন্ধত্বের জন্য সিএফএইচ নামক বংশগতি থেকে উৎপাদিত এফএইচ প্রোটিনের অভাবের কথা বলা হয়।
কিন্তু এ গবেষণায় তাঁরা দেখেন, বংশগতি থেকে উৎপাদিত এফএইচএল-১ প্রোটিনের ভূমিকাই বয়সজনিত অন্ধত্বের মূল। তাঁরা জানান, এফএইচ প্রোটিনের চেয়ে এফএইচএল-১ প্রোটিনটি আকারে তিন ভাগের এক ভাগ ছোট। আকারে ছোট হওয়ায় এটি চোখের পেছন দিকে উদ্দিষ্ট স্থানে পৌঁছতে পারে।
এ প্রোটিনটি পর্যাপ্ত মাত্রায় চোখে উপস্থিত থাকলে চোখের জন্য প্রয়োজনীয় রোগ প্রতিরোধব্যবস্থায় ভারসাম্য রক্ষা করতে পারে। কিন্তু এর অভাব ঘটলে এই ভারসাম্য নষ্ট হয়। ফলে ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমতে থাকে। বয়সের সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি কমে যাওয়ার এ প্রক্রিয়া আবিষ্কারের ফলে এটি প্রতিরোধের উপায় খুঁজে বের করা সম্ভব বলে বিজ্ঞানীদের বিশ্বাস।