বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০১:১৩:৫১

ভাল্লুকের রাজধানীতে মানুষের বাস

ভাল্লুকের রাজধানীতে মানুষের বাস

এক্সক্লুসিভ ডেস্ক : ভয়ঙ্কর প্রাণী ভাল্লুক ও মানুষ একই বনে বাস করছে উত্তর কানাডার মানিটোবায়। বন্যপ্রাণীর সাথে মানুষের চলাচল এই অঞ্চলের মানুষকে বসবাস করার যে উদাহরণ তৈরি করেছে তা বিরল। এই দৃশ্য কানাডার হার্ডসন দ্বীপের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। ব্যতিক্রম এ দৃশ্য দেখে মানিটোবাকে ভাল্লুকের রাজধানী করতে অনেক দর্শনার্থী দাবি করেন।

বিশ্বের  দুই তৃতীয়াংশ  ভাল্লুক রয়েছে কানাডায়। তবে পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন কয়েক দশকের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে এ ভাল্লুক। হাডসন সাগরের আশপাশের লোকজন আর এ দৃশ্য দেখতে পারবে না।  তাই গবেষণা করে তাদের বিলুপ্তি থেকে বাঁচাতে কাজ করছে তারা।

উত্তর কানাডার মেরু অঞ্চলের সাফারি পার্কে প্রাণ উদ্ভাসিত করা ভাল্লুক ও মানুষের চলাচলের এই দৃশ্যটি খুবই মনোমুগ্ধকর। ভাল্লুক ভয়ঙ্কর হলেও নিরাপত্তা পরিবেষ্টিত থাকার কারণে মানুষের কোন ক্ষতি করতে পারে না। এখানে ভাল্লুক দেখা ছাড়াও পর্যটকরা ক্যাফেতে বসে থাকতে পারবেন এবং  ঘুমের ব্যবস্থাও আছে তাদের জন্য। ভাল্লুকের থাবা থেকে সাবধানে অনেক দর্শনার্থী ফটো তুলছে। কখনো কখনো দাঁড়ানো অবস্থায় থাকে ভাল্লুক।

গবেষণায় আন্তজার্তিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে কাজ করছেন তারা, উত্তর কানাডায় পর্যটকদের আকর্ষণ করতে বেসরকারি মালিকানাধীন এবং পরিচালিত তুন্দ্রা বুগিস নামে সাফারি পার্ক করা হয়েছে। মুখপাত্র ব্র্যান্ডি হাইবার্গ বলেন, যারা ভাল্লুক দেখতে আগ্রহী তাদের যোগাযোগ করতে হবে। -ডেইলি মেইল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে