এক্সক্লুসিভ ডেস্ক : মানুষ ভাবে, ভাষা বুঝি হারিয়ে যায়। আসলে তা নয়। ভাষা হারায় না কখনো। হারিয়ে যেতে যেতে ভাষা লুকিয়ে থাকে ইথারে। পৃথিবীর কোনও শব্দই আসলে হারিয়ে যায় না। মানুষের কোনো ভাষাই আসলে হারিয়ে যায় না।
তবে এবার ইথার নয়, বিজ্ঞানীরা মানুষের মস্তিষ্ক খুঁড়ে দেখেছেন, অনেক বছর আগে শোনা শব্দ কিংবা খুব ছোটবেলায় শোনা ভাষা একেবারেই হারিয়ে যায় না। মস্তিষ্কেও কোষে রেখে যায় চিহ্ন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের বিজ্ঞানীরা জানান, মানবমস্তিষ্ক তার কোষে শব্দের অনুভূতি এবং চিহ্ন জমা করে রাখে। এ জন্য অনেক দিন আগে শোনা শব্দও একেবারে শেষ হয়ে যায় না।
৯ থেকে ১৭ বছর বয়সী ৪৮টি কন্যাশিশুর মস্তিষ্কে শব্দ ও ভাষার সংকেত নিয়ে চালানো এক গবেষণা শেষে বিজ্ঞানীরা এ বিষয়ে নিশ্চিত হন। শিশুদের মধ্যে কেউ কেউ জন্ম এবং ভাষা সূত্রে ফরাসি। কেউ আবার চীনে জন্ম নিলেও ফরাসি পরিবারে বড় হওয়ায় ফ্রেঞ্চ ছাড়া কিছুই বলতে পারে না। অন্যরা ফরাসি এবং চীনা দুই ভাষাতেই পারদর্শী। এরপর প্রত্যেককে নির্দিষ্ট একটা শব্দ আলাদা আলাদা সুওে শোনানো হয়।
দেখা গেছে, প্রাচীন চীনা শব্দ শুনে জন্মসূত্রে ফরাসিরা কোনো ধরনের অনুভূতিই প্রকাশ করে না। কিন্তু চীনে জন্ম নেয়া ফ্রেঞ্চভাষীরা ঠিকই উত্তেজিত হয়ে ওঠে এবং শিশুদেও কেউ কেউ শব্দটির অর্থও ঠিকঠাক বলতে পারে। শিশুদের অনুভূতি এবং একই সময়ে তাদের মস্তিষ্কের কম্পন থেকে বিজ্ঞানীরা শব্দ এবং ভাষার সঙ্গে মস্তিষ্কের যোগসূত্র খুঁজে পান। বিজ্ঞানীদের অনেকেই ধারণা করছেন, শব্দ ও ভাষাসংক্রান্ত এ অনুভূতি বংশগতিতেও সঞ্চারিত হতে পারে।