এক্সক্লুসিভ ডেস্ক : অনেক দিন হয়ে গেল ভালোবাসর মানুষ মানুষটির সঙ্গে সম্পর্ক বয়স। এখন সময় এসেছে দু’জনে একই ছাদের নিচে থাকার। অর্থাৎ আপনি বিয়ের সাঁনাই বাজানোর প্রস্তুতি। কিন্তু কিভাবে শুরু করবেন সেটা?
তরুণ প্রজন্ম ভালোবাসার সঙ্গীকে বিয়ের প্রস্তাব দিতে ব্যবহার করছে নানা অভিনব উপায়। এর মধ্যে রয়েছে সিনেমা হলে বিজ্ঞাপন ক্লিপের ভেতর তাকে সেই প্রস্তাবনা প্রকাশ করা। আবার অনেকে ফ্ল্যাশ মবের আয়োজন করে সঙ্গীকে বিয়ের প্রস্তাব দিয়ে চমকে দেওয়া। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করেছে ।
চোখে পড়ার মতো একটা প্রস্তাব হতে পরে দিতে পারেন। বিলবোর্ডের মাধ্যমে আপনার ভালোবাসার সঙ্গীকে প্রস্তাব প্রকাশ করলে কেমন হয়?
দীর্ঘ ১০ বছর ধরে তানভি মালিকের সঙ্গে ডেটিং করছিলেন দিল্লির তরুণ অবিনাশ জায়ান। এরপর একবার সিনেমা হলটিতে তিনি তিন মিনিটের একটি বিজ্ঞাপন ক্লিপ কিনে নেন। তাতে তার সঙ্গীর প্রতি ভালোবাসার বার্তা প্রকাশ করেন তিনি।
এ প্রসঙ্গে অবিনাশ বলেন, ‘আমরা একটা মুভি থিয়েটারে দেখা করেছিলাম। এ কারণে আমি ভাবলাম এটাই আমার অনুভূতি প্রকাশের সবচেয়ে ভালো উপায় হবে। যদিও আমরা বহুদিন ধরে ডেটিং করছিলাম।’
আগামী বছর এ জুটি বিয়ে করতে যাচ্ছে।
সম্প্রতি হাজার হাজার প্রতিযোগী অংশগ্রহণে হয়ে গেল যুগলদের একটি প্রতিযোগিতা। ওই প্রতিযোগীতায় বিজয়ীদের ছবি বিলবোর্ডে প্রকাশিত হবে।
এটা ছাড়াও রয়েছে ভালোবাসার ফ্ল্যাশ মব।
এ বিষয়ে নৃত্য প্রতিষ্ঠানের কর্মী বলেন, ‘আমি সম্প্রতি একটি ফ্ল্যাশ মবের আয়োজন করেছিলাম। সেখানে এক ব্যক্তি তার সঙ্গীকে নিয়ে ডিনারে গিয়েছিল। সেখানে ১১ জন আমাদের কর্মী ছদ্মবেশে ছিল। তারা একটি গানের তালে নেচে তার সঙ্গীকে চমকে দিয়েছিল।’