বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০১:১৯:৩১

টাকা রেখে কাগজপত্র ফেরত দিল চোর

টাকা রেখে কাগজপত্র ফেরত দিল চোর

আন্তর্জাতিক ডেস্ক : 'চোর হলেও বংশ ভাল' এমন ভদ্র চোরের প্রায় দেখাই মেলে না! এক মহিলা সাংবাদিকের ব্যাগ চুরির পর নিজের প্রয়োজনীয় জিনিস রেখে বাকি জরুরি কাগজপত্র পোস্ট করে ফেরত পাঠাল সে! ঘটনাটি ঘটেছে, ৯ অক্টোবর ভারতের নয়া দিল্লির আশ্রম চক এলাকায়।

ওই দিন বিজনেস জার্নালিস্ট আগমনী ঘোষ বন্ধুর সঙ্গে দেখা করতে আশ্রম চক-এ গিয়েছিলেন। ফেরার পথে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ রাস্তায় ট্র্যাফিক সিগনালে বেশ কিছুক্ষণ তার গাড়ি আটকে ছিল। সেই সময় একজন অচেনা লোক এসে নক করে বলে, আগমনী-র গাড়ির দরজায় স্ক্র্যাচ লেগেছে।

শুনেই আগমনী গাড়ি থেকে নেমে আসেন এবং গাড়ির কোথাও স্ক্র্যাচ দেখতে না পেয়ে আবার উঠে পড়েন। এই সামান্য সময়েই সেই অজানা ব্যক্তি পিছনের সিট থেকে চুরি করে ব্যাগ।

আগমনী যদিও গোটা ঘটনা সঙ্গে সঙ্গে টের পাননি। এর মিনিট দশেক পর নিজের বাড়ি 'শ্রীনিবাসপুরী' ফেরেন। গাড়ি থেকে নামার সময় খেয়ালে আসে পিছনের সিটে ব্যাগ নেই। সঙ্গে সঙ্গে তিনি বাবার বাড়িতে গিয়ে পিসিআর-এ (পুলিশ কন্ট্রোল রুম) ফোন করে সমস্ত ঘটনা জানান এবং ওই দিনই রাতে সানলাইট কলোনি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন।

সোমবার বিকেলে কাজ সেরে অফিস থেকে বের হওয়ার সময় আগমনী একটি পোস্টাল খাম পান। খুলতেই দেখেন, আধার কার্ড, ব্যাঙ্কের চেকবই, গ্যাস-এর কানেকশন নেওয়ার নথি, ভেকল আরসি (ভেকল রেজিস্ট্রেশন সার্টিফিকেট) সমেত দোকানের কিছু বিল গুছিয়ে 'চোর মহাশয়' ফেরত পাঠিয়েছেন! বদলে নিয়ে গিয়েছেন, ট্যাব, হেডফোন আর মেক-আপ কিট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে