বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০১:১৯:৫১

সাইকেল চালিয়ে হজে যেতে চান ৬০ বছরের বৃদ্ধ

সাইকেল চালিয়ে হজে যেতে চান ৬০ বছরের বৃদ্ধ

পিরোজপুর : মাদারীপুরের কালকিনি উপজেলার বাসিন্দা মুক্তিযোদ্ধা জাফর ফরাজী। বয়স ষাট পেরোলেও বাইসাইকেলে দেশের ২৭ জেলা ভ্রমণ শেষে এখন অবস্থান করছেন পিরোজপুরে।

তার ইচ্ছে, বাইসাইকেল চালিয়েই হজে যাবেন। এ জন্য তার দরকার ভারত, পাকিস্তান, ইরান ও আফগানিস্তানের ভিসা। ভিসার জন্য তিনি আবেদনও করেছেন।

জাফর ফরাজী সাংবাদিকদের জানান, ভিটেমাটি বিক্রি করে তিনি এলাকায় উন্নয়নমূলক কাজ করেছেন। সংসারে মন না বসায় ২০১২ সালের  ১৫ ফেব্রুয়ারি বাইসাইকেল চালিয়ে দেশ ভ্রমণে বের হন। এ যান চালিয়ে তিনি ভারতের আজমীর শরীফও ঘুরে এসেছেন।

নিজের দেশ ঘোরার পর এখন তার ইচ্ছে সৌদি আরবে যাওয়ার। কিন্তু ভিসা জটিলতায় বাধাগ্রস্ত হচ্ছেন। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, ভিসা পাওয়ার দাবিতে জনমত সৃষ্টি করতে ৬৪ জেলা ঘুরবেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে