বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০১:২২:৪১

পলিথিন বুলেটিন

পলিথিন বুলেটিন

এক্সক্লুসিভ ডেস্ক : প্রতিদিন পলিথিন ব্যবহার আমাদের জীবনের একটি অংশ হয়ে গেছে। অথচ পলিথিন স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকারক, এটা জানা থাকলেও তা কতটা, এ বিষয়ে ভাবার সময় আমাদের নেই। পলিথিন আমাদের স্বাস্থ্যের জন্যে বড় ধরনের হুমকি, এ নিয়েই পাঠকের সামনে আমাদের এই বুলেটিন।

পলিথিনে মোড়ানো গরম খাবার খেলে ক্যান্সার ও চর্মরোগের সংক্রমণ ঘটতে পারে। পলিথিনে মাছ ও মাংস প্যাকিং করা হলে অবায়বীয় ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়, যা মাছ ও মাংস দ্রুত পচিয়ে ফেলে। পিভিসি এবং অন্যান্য প্লাস্টিক জাতীয় আবর্জনা ৭০০ সে. তাপমাত্রার নিচে পোড়ালে ডাইঅক্সিন জাতীয় বিষাক্ত গ্যাস সৃষ্টি হয় যা জন্মগত ত্রুটি, চর্মরোগ ও ক্যান্সারের মতো মারাত্মক রোগের জন্য দায়ী।

উজ্জ্বল রঙের পলিথিনে রয়েছে সীসা ও ক্যাডমিয়াম, যার সংস্পর্শে শিশুদেও দৈহিক বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয় ও চর্মপ্রদাহের সৃষ্টি হয়। ওভেনপ্রুফ প্লাস্টিক কনটেইনারে খাবার গরম করলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে খাবারে ক্যাডমিয়াম, আর্সেনিক ও সিসা মিশে যায়। যার ফলে মারাত্মক রোগের সংক্রমণ ঘটতে পারে। পলিথিন থেকে সৃষ্ট ব্যাকটেরিয়া ত্বকের বিভিন্ন রোগের জন্ম দেয়, এমনকি ডায়রিয়া ও আমাশয় ছড়াতে পারে এ ব্যাকটেরিয়া থেকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে