এক্সক্লুসিভ ডেস্ক: খুব শীঘ্র দেখা যাবে এমন গাড়ি, যা কোনও জ্বালানি নয়, বরং বডি পার্ট শক্তি সঞ্চয় করে রাস্তায় ছুটবে। মেলবোর্নে একদল গবেষক খুব হাল্কা সুপারক্যাপ্যাসিটর্স ডেভেলপ করেছেন, যা গাড়ির ছাদ, দরজা এবং বনেটের মতো স্থানে লাগিয়ে গাড়ির পারফরম্যান্স বাড়ানো যেতে পারে। এই সুপারক্যাপ্যাসিটর্স ইলেক্ট্রিক গাড়ির পারফরম্যান্স দ্বিগুণ করে দেবে।
কী ভাবে কাজ করে এই সুপারক্যাপ্যাসিটর্স?
সুপারক্যাপ্যাসিটর্সগুলিকে রেগিউলার ব্যাটারির সঙ্গে যুক্ত করলে ইলেকট্রিক গাড়ির পাওয়ার কয়েকগুণ বেড়ে যায়। কার্বনের দু'টি ইলেকট্রডসের মাঝখানে অনেক বেশি ঘনত্বের ইলেক্ট্রলাইড ভরে এই সুপারক্যাপ্যাসিটর্স বানানো হয়েছে। এর পর খুব পাতলা পাতে একে ফিট করা হয়। এই পাতটিকে গাড়ির বডি প্যানেল, ছাদ, দরজা এবং ফ্লোরে লাগানো যেতে পারে। এর ফলে গাড়ির ব্যাটারি কয়েক মিনিটে চার্জ হয়ে যাবে।
কুইনসল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনলজির পিএইচডি গবেষক মার্কো জানিয়েছেন, এ ধরনের গাড়ি নিজের বডি পার্ট থেকে শক্তি সঞ্চয় করে গতিশীল থাকবে। তার মতে, এক্সেলরেশনের জন্য গাড়ির অতিরিক্ত শক্তি দরকার, যা এই সুপারক্যাপ্যাসিটর্সের মাধ্যমে পাওয়া যাবে। এই ক্যাপ্যাসিটর্স অল্প চার্জ হলেও, খুব তাড়াতাড়ি সেই শক্তি রিলিজ করে দেয়। ফলে গাড়ির পারফরম্যান্স বেড়ে যায়।
এখনও পর্যন্ত সুপারক্যাপ্যাসিটর্সকে স্ট্যান্ডার্ড লিথিয়ম আয়ন ব্যাটারির সঙ্গে কম্বাইন করা হয়েছে। ভবিষ্যতে একে আরও ডেভেলপ করা হবে বলে জানানো হয়েছে। সে ক্ষেত্রে এটি ১০ গুণ বেশি গতিতে পাওয়ার রিলিজ করতে পারবে। একবার পুরো চার্জ হয়ে যাওয়ার পর গাড়ি ৫০০ কিলোমিটার পথ চলতে পারবে। যা ইলেকট্রিক গাড়ি বর্তমান ক্ষমতার দ্বিগুণ। অটো ইন্ডাস্ট্রির জন্য এই আবিষ্কার গেম চেঞ্জার হতে পারে।