বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০১:২৩:৩৫

মুখ তার শ্রাবস্তীর কারুকার্য

মুখ তার শ্রাবস্তীর কারুকার্য

এক্সক্লুসিভ ডেস্ক : বাংলার কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য। কোন মুখে থাকে এ কারুকার্য, আসুন জেনে নেই। আয়নার মুখোমুখি দাঁড়ালে যে কোনো মেয়েরই সাজতে ইচ্ছে করে। নিজেকে চকচকে দেখতে সব মেয়েই চায়। এ জন্য দরকার হয় কসমেটিকস। তবে এর এক্সপায়ার ডেট জানা জরুরি। পচা খাবার খেলে যেমন শরীর খারাপ হয়, তেমনি নষ্ট হয়ে যাওয়া কসমেটিকস লাগালে নানা সমস্যা দেখা দেয়। কসমেটিকসের কিছু জিনিস খেয়াল রাখলে বোঝা যায় কোনটি নষ্ট। কীভাবে বুঝবেন তা জেনে নিন :

*মাসকারা ব্যবহার করার সময় যদি দেখেন দলা পাকিয়ে যায়, তখন বুঝবেন সেটি বিদায় করার সময় হয়ে গেছে।
*বাইরের বাতাস বোতলের ভেতরে ঢুকে গেলে মাসকারা নষ্ট হয় তাড়াতাড়ি। তাই ব্যবহারের আগে ব্রাশ বোতলের ভিতরে ঘুরিয়ে নিন।
*ত্বকের বিশেষ বন্ধু যেমন ক্রিম বা ময়েশ্চারাইজার বেশি পাতলা বা গাঢ় হয়ে গেলে বুঝবেন নষ্ট হয়ে গেছে। আর এগুলো প্রতিদিনই ত্বকে ব্যবহার করা হয়। এর ফলে ত্বকে র‌্যাশ কিংবা ব্রণের মতো একাধিক সমস্যা সৃষ্টি হতে পারে।
*ফাউন্ডেশন মাখলে যদি গালে না বসে, কিংবা ঘোলাটে দেখায় এমনকি শক্ত হয়ে যায়, তখন বুঝবেন এর সময় শেষ। তাই ফাউন্ডেশন ব্যবহার করার সময় কখনও আঙ্গুল ঢোকাবেন না বোতলে। পরিমাণ মতো হাতে বা অন্য কিছুতে ঢেলে ত্বকে অ্যাপ্লাই করুন।
*পেন্সিল লাইনার যদি শক্ত হয়ে যায়, ভেঙ্গে যায় এবং আঁকতে অসুবিধা হয় তখন বুঝবেন সেটা নষ্ট হয়ে গেছে। তাই প্রতিবার ব্যবহারের আগে শার্প করে নিলে ব্যাক্টেরিয়ার হাত থেকে রক্ষা পাবেন।
*লিপস্টিকে পানির পরিমাণ কম থাকায় সহজে খারাপ হয় না। তবে দুর্গন্ধ বের হলে বুঝবেন নষ্ট হয়ে গেছে।
*ব্লাশ অনের রঙ বদলে গেছে কিংবা শক্ত হয়ে ভাঙ্গতে শুরু করলে বুঝবেন যে এটাও নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন ঠিক রাখতে চাইলে এটাকে শুকনো রাখার চেষ্টা করুন। খেয়াল রাখবেন ব্যবহার করা ব্রাশ বা স্পঞ্জটি যেন ভিজে বা অপরিষ্কার না থাকে।
*নেলপলিশ গাঢ় হলেই বুঝবেন ফেলে দেয়ার সময় এসেছে। তাই বোতলের মুখ টাইট করে বন্ধ করে রাখুন। বাইরের বাতাস ঢুকে নেলপলিশ গাঢ় হয়ে যায়।
*মেকআপ স্পঞ্জ প্রতিবার ব্যবহারের পর ভালো করে ধুয়ে রাখুন।
*মেকআপ ব্রাশ ব্যবহার করার পর পরিষ্কার করে ধুয়ে নিন। ব্রাশের কোনো সময়সীমা নেই। তাই ভালো ব্রান্ডের ব্রাশ হলে এবং যথাযথ যতœ নিলে বহুদিন চলবে।
মনে রাখুন
*যে কোনো কসমেটিকস ব্যবহারের আগে হাত ভালো করে ধুয়ে নেয়ার অভ্যাস গড়ে তুলুন।
*যে কোনো প্রসাধনী ব্যবহারের পর ঢাকনা ভালো করে বন্ধ করে রাখুন।
*শুকনো এবং ঠাণ্ডা জায়গায় কসমেটিকস রাখার চেষ্টা করুন।
*মেকআপ ব্রাশ ও স্পঞ্জ ব্যবহারের পর ভালো করে ধুয়ে রাখুন।
*চোখ ও ঠোঁট সংক্রান্ত কোনো প্রোডাক্ট কারও সঙ্গে শেয়ার করবেন না।
*কসমেটিকস কেনার আগে এক্সপায়ার ডেট দেখে কেনাই ভালো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে