বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০১:২৫:৩৬

এবার এটিএম বুথে প্রিপেইড কার্ডে বিশুদ্ধ পানি

এবার এটিএম বুথে প্রিপেইড কার্ডে বিশুদ্ধ পানি

এক্সক্লুসিভ ডেস্ক : টাকা নয়, এবার এটিএম বুথ থেকে বেরোবে বিশুদ্ধ পানী। এমন অভিনব প্রক্রিয়া চালু হতে চলেছে ভারতের বেঙ্গালুরুতে৷এর ফলে স্হানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের পানির অভাব পূরণ হবে বলে মনে করছেন স্হানীয় বিধান পরিষদের উদ্যোগী সদস্যরা৷

প্রিপেড কার্ডের সাহায্যে এসব স্বয়ংক্রিয় যন্ত্র থেকে পানি সংগ্রহ করা যাবে৷ মাত্র পাঁচ টাকায় ২০ লিটার পানি কিনতে পারবেন ব্যবহারকারী৷

এরই মধ্যে বেঙ্গালুরুর পার্শ্ববর্তী গ্রামীণ এলাকাতে এই ‘জল এটিএম’ চালু করে বিপুল সাড়া মিলেছে বলে দাবি উদ্যোক্তাদের৷

স্হানীয় উন্নয়ন তহবিল ও বেসরকারি বিনিয়োগকারীদের কাছ থেকে পানির প্লান্ট তৈরির খরচ নেয়া হবে৷প্রাথমিকভাবে বেঙ্গালুরুর প্রাণকেন্দ্র মহাদেবপুরায় দশটি নতুন জলের এটিএম লাগানো হচ্ছে৷

সাবেক মন্ত্রী অরবিন্দ লিম্বাভল্লির কথায়, আমার কেন্দ্রের ৩৪টি ওয়ার্ডে ২০০টি জলের এটিএম বসানোর কথা ভেবেছি৷ এরই মধ্যে আমরা কয়েকজন পৃষ্টপোষক পেয়েছি৷বিধায়কদের তহবিল থেকেও খরচ পাওয়া যাবে৷

বেঙ্গালুরুর বেশির ভাগ এলাকায় কাবেরী নদী থেকে পানি সরবরাহ হলেও কয়েকশ’ বস্তি ও গ্রামে পরিষ্কার ও বিশুদ্ধ পানি পাওয়া যায় না৷ নলকূপের সঙ্গে জলের এটিএম সংযুক্ত করা হবে৷

টাকা তোলার এটিএম-এর মতোই প্রিপেড কার্ড যন্ত্রে ঢোকালে চিহ্ন দেখানো হবে, ব্যবহাকারী কী পরিমাণ ফানি চাচ্ছেন৷ একটি প্লান্টে ৪ হাজার লিটার পানি থাকবে৷ এখান থেকে ২৪ ঘণ্টাই পানি পাওয়া যাবে৷ প্রতিটি এটিএম-এর দাম ৫-১২ লাখ টাকা৷ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে