এক্সক্লুসিভ ডেস্ক : দাম শুনলে ভ্রু কুচকে যাওয়ার অবস্থা। তাও আবার একখান টুপি! এমনি একটি টুপি নিলামে বিক্রি হয়েছে ১৮ লাখ ৮৪ হাজার পাউন্ডে।
ফ্রান্সের সাবেক সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের শেষ টুপিটি নিলামে এত দামে বিক্রি হলো। প্রাসাদ সংস্কারের জন্য মোনাকো রাজপরিবার টুপিটি নিলামের সিদ্ধান্ত নেয়। দক্ষিণ কোরিয়ার এক ব্যক্তি টুপিটি কিনেছেন। অবশ্য ক্রেতার নাম নিলাম আয়োজকরা প্রকাশ করেনি।
২০০ বছর আগেকার টুপিটি প্যারিসের কাছে ফন্টেইনব্লুতে নিলামে তোলা হয়েছিল। টুপিটির দাম ৪ লাখ পাউন্ড পর্যন্ত ওঠতে পারে এমন ধারণা করেছিল আয়োজকরা।
ফ্রান্সের নিলাম প্রতিষ্ঠান ওজনাকে লিখিত বক্তব্যে প্রিন্স আলবার্ট দ্বিতীয় লিখেছেন, প্যালেস ডি মোনাকোর সংস্কারের জন্য অত্যাবশ্যকীয় ছিল। কারণ প্যালেসের সংস্কারের মাধ্যমে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য আরো বৃদ্ধি পাবে। সে কারণেই নিলামের ব্যবস্থা করা হয়। এটা নতুন কারো হাতে যাক তা আমি চাই।
নিলাম আয়োজকরা জানিয়েছেন, ধারণার চেয়েও অনেক বেশি দামে টুপিটি বিক্রি হয়েছে। নিলামে টুপির পাশাপাশি নেপোলিয়নের ছেলের ব্যবহৃত এমব্রডারি করা এক জোড়া চপ্পল ও গ্লাভসও ছিল।
নেপোলিয়নের ব্যবহৃত ২০টি টুপির মধ্যে এটিই অবশিষ্ট ছিল। ব্যক্তিগত মালিকানায় আছে দু’তিনটি। বাকিগুলো পৃথিবীর বিভিন্ন জাদুঘরে রয়েছে।
টুপিটি সপ্তদশ শতাব্দীতে খুবই জনপ্রিয় ছিল। আমেরিকান উপনিবেশবাদীদের কাছেও এটি দারুণ সমাদৃত ছিল। ১৯২৬ সাল পর্যন্ত নেপোলিয়ানের পশু চিকিৎসক জোসেফ গিরাউদের কাছেই ছিল টুপিটি। পরে তিনি মোনাকো রাজ পরিবারের সংগ্রহশালায় বিক্রি করে দেন।
নেপোলিয়ন মাথার একপাশে টুপি পড়তেন। এ কারণে যুদ্ধক্ষেত্রে তাকে খুব সহজেই চেনা যেত। সূত্র : টেলিগ্রাফ