বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০১:২৬:৩৬

বিপদগ্রস্ত থেকে রক্ষা করবে রোবট তেলাপোকা

বিপদগ্রস্ত থেকে রক্ষা করবে রোবট তেলাপোকা

এক্সক্লুসিভ ডেস্ক : প্রযুক্তি বিজ্ঞানীরা এবার তেলাপোকার পেছনে সময় দিচ্ছেন। তারা সাইবর্গ ককরোচ বানিয়েছেন। এতে মাইক্রোফোন লাগানো থাকবে যা উৎস থেকে বিপদসংকেত গ্রহণ করবে এবং বিপদগ্রস্ত কাউকে উদ্ধার করা হবে। নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির এক দল গবেষক এই 'বায়োবোট' তৈরি করছেন। তারা দুর্যোগকবলিত এলাকায় বিপদে পড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধারে এই সাইবর্গ তেলাপোকা ব্যবহার করবে।

ওই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসিস্টেন্ট প্রফেসর আলপের কোজকার্ট বলেন, এই বায়োবোটগুলোকে নিয়ন্ত্রণে ইলেকট্রনিক ব্যাকপ্যাক জুড়ে দেওয়া হয়েছে। এতে থাকবে দুই ধরনের ব্যাকপ্যাক। একটি তেলাপোকার ওড়া নিয়ন্ত্রণ করবে। আরেকটি মাইক্রোফোনের মাধ্যমে শব্দ রেকর্ড করবে।

অন্য আরেক ধরনের বায়োবোটে তিনদিকের শব্দ ধারণে মাইক্রোফোব থাকবে। বিজ্ঞানীরা অ্যালগোরিদমের বিশেষ গাণিতিক পদ্ধতি প্রয়োগ করে যন্ত্র বানিয়েছেন যা ধারণকৃত শব্দ বিশ্লেষণ করে উৎস খুঁজে বের করবে। গবেষণাগারে এই যন্ত্রগুলো ভালো কাজ করেছে।

হাই রেজ্যুলেশনের এই মাইক্রোফোন বিপদগ্রস্ত মানুষের সাহায্যের আবেদন শনাক্ত করবে বলে জানান বিজ্ঞানীরা। সূত্র : ডিএনএ ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে