এক্সক্লুসিভ ডেস্ক : অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্য ছবির এই বৃদ্ধ মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ বৃহৎ আর প্রতাপশালী দেশ সৌদি আরবের বাসিন্দা। তার নাম হাসান আল জাহরানি। তার শারীরিক প্রতিবন্ধী মেয়ে পিঠে রয়েছেন। ১৮ বছর বয়সী এই মেয়েটি নিজে চলাফেরা করতে পারেন না। তার বাড়ি থেকে ২০০ মিটার দূরের একটি বিশেষ স্কুলের ছাত্রী তার এই মেয়ে। তাকে স্কুলে আনা-নেওয়ার জন্য তাদের কোনও গাড়ি নেই। দরিদ্র জাহরানি অন্য কোনও ব্যবস্থাও করতে পারেননি। তাই একমাত্র প্রিয় কন্যাকে নিজের পিঠে বয়েই স্কুলে আনা নেওয়া করেন বিদ্যোৎসাহী এই পিতা।
সৌদি গেজেট জানায়, শুধু স্কুলেই নয়, অসহায় এই পিতা তার মেয়ের নিয়মিত ডাক্তারি পরীক্ষার জন্য তাকে এভাবেই হাসপাতালেও নিয়ে যান। এছাড়া তার আর কোনও উপায় নেই।
এর আগে তিনি বিষয়টি জানিয়ে সৌদি সরকারের সমাজসেবা দফতরে যোগাযোগও করেছেন। কিন্তু তাতে এখনো কোনও জবাব মেলেনি সেখান থেকে।
জাহরানি আরও বলেন, তার যা আয় তা দিয়ে পরিবারের ভরণ-পোষণ কোনওমতে চলে যায়। এ অবস্থায় কন্যা আর নিজের এই রোজকার মনোদৈহিক যন্ত্রণা থেকে পরিত্রাণের জন্য সমাজসেবা দফতরকে অনুরোধ করেছেন- দ্রুত একটি গাড়ির ব্যবস্থা করে দিতে। শারীরিক প্রতিবন্ধী মেয়েকে স্কুলে আনা-নেওয়ার জন্য গাড়ির ব্যবস্থা হলে তার বোঝাটা কিছুটা হাল্কা হয়। একইসঙ্গে পাহাড়ি এলাকা জাবাল আল-সায়েদাহর আবাস থেকে পাশের সমৃদ্ধ আর উন্নত কোনও এলাকায় যাওয়ার স্বপ্নপূরণও হবে তার।
এবার দেখা যাক, বিষয়টি পত্রিকায় ছাপা হওয়ার পর সমাজসেবা দফতর এবার এগিয়ে আসে কি না হাসান আল জাহরানির স্বপ্ন পূরণে।