এক্সক্লুসিভ ডেস্ক : প্রেম যদি ভেঙে যায় চারপাশের জগতটা কী রকম যেন শাদাকালো মনে হয়। চোখ তার উজ্জ্বলতা হারিয়ে ফেলে। নিজেকে একা লাগে, খুব হাহাকার করে বুকের ভেতর। তবে এভাবে তো কারো জীবন যাবে না। তাই জীবনে নতুন করে উজ্জ্বল রং ফিরিয়ে আনতে পাঠকের খেদমতে আমাদের কিছু টিপস :
১. ছুটি কাটাতে একা একা বেড়িয়ে পড়ুন দূরে কোথাও। জীবনকে ট্র্যাকে আনতে শুরু করুন। একা হলিডে প্ল্যান করুন। ট্যাঁকে টান পড়লে কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসুন।
২.পড়াশোনায় মন দিন। প্রেম যেরকম নীরবে এসেছিল, আরেক প্রেমও সেরকম নীরবে চল আসবে।
৩. জগতে কেউ কারো জন্যে বেঁচে থাকে না। প্রত্যেকেই প্রত্যেকের জন্যে বেঁচে থাকে। তাই তাকে ছাড়া আমি সুইসাইড খাব, এ ধরণের চিন্তায় মাথা ভার করবেন না।
৪. সময় চলে গেলে আর তা ফিওে আসে না। তাই পড়াশোনা ও নিজের কেরিয়ার তৈরিতে মন দিন। পড়াশোনার পাট চুকেবুকে গেলে চাকরি খুঁজুন। এতে সময়ও কাটবে, মনও ব্যস্ত থাকবে।
৫.বন্ধুদের সময় দিন। প্রেম-প্রেম করে যে বন্ধুদের লাগাতার এড়িয়ে গেছেন, আজ তারাই আপনার পাশে সব থেকে দরকারি। তাই ফোন করুন। ইগোয় আটকালে অন্তত এসএমএস করুন। দেখবেন, আপনার সত্যিকারের বন্ধু কখনই আপনাকে এ অবস্থায় একা ছেড়ে দেবে না।
৬. শপিং করুন চুটিয়ে। বিশেষজ্ঞরা বলেন, শপিং আর চকলেট-এর থেকে মন ভাল করার ক্যাটালিস্ট আর হয় না। তাই এটিএম কার্ড পকেটে পুরে বেরিয়ে পড়ুন শপিং মলে।