বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৩৪:৫১

ষাঁড়ের ধাক্কায় বিমান অচল

ষাঁড়ের ধাক্কায় বিমান অচল

এক্সক্লুসিভ ডেস্ক : আকাশ পথে বিমানে বিমানে সংঘর্ষ এর আগেই বিশ্বকে অবাক করে দিয়েছে। কিন্তু এবার একটি নয়াকান্ড ঘটিয়ে দিল এক ষাড়। আর এ
ষাড়টি খোদ ইন্ডিয়ান।

বৃহস্পতিবার গুজরাট প্রদেশের সুরাত বিমানবন্দর ছেড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনায় পড়ে স্পাইস জেট কোম্পানির বোয়িং ৭৩৭-৮০০ ফ্লাইটটি। দিল্লিগামী এ বিমানটিতে সবমিলিয়ে ১৪৬ জন যাত্রী ও ক্রু ছিল বলে জানিয়েছে বিবিসি।

এক বিবৃতিতে ভারতের আভ্যন্তরীণ বিমান কোম্পনি স্পাইস জেট জানায়, অন্ধকার থাকায়  ষাঁড়টি পাইলটের নজর এড়িয়ে যায়। ফলে সুরাত বিমানবন্দর ছেড়ে আসার সময় ষাঁড়টির সঙ্গে বিমানের ধাক্কা লাগে।এতে ষাঁড়টি মারা যায়। পরে বিমানটি অচল হয়ে যায়। ফলে যাত্রীদের অন্য একটি বিমানে নেয়ার ব্যবস্থা করা হয়।  

এ ঘটনায় অভিযোগ করে কোম্পানি আরো বলেছে, ‘ভারতের কয়েকটি বিমানবন্দরে পশুদের উপস্থিতি হুমকি হয়ে দাঁড়িয়েছে।’ এ ঘটনার পর কোম্পনি সুরাত বিমানবন্দর ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে বলেও তারা জানিয়েছে।

প্রভাকর জোসি নামের এক যাত্রী জানান, ‘বিমানটি যখন রানওয়ে ছাড়ার জন্য দ্রুত চলতে শুরু করেছে তখনই এর চাকার সঙ্গে একটা কিছুর ধাক্কা লাগার শব্দ শুনতে পাই।’ তিনি আরো বলেন,‘আর কয়েক সেকেণ্ড পর যদি এ দুর্ঘটনা হত তবে আমাদের ভয়বহ রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়তে হত।’

ভারত এর আগে বিমান চলাচলে বেশ সুনাম কুড়ালেও এ ঘটনার জন্য ইমেজ হারাতে বসছে দেশটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে