এক্সক্লুসিভ ডেস্ক : আরব আমিরাতে একটি মা কাক তার সন্তানের হত্যাকারী সন্দেহে এক ব্যক্তিকে গত এক বছর ধরে ধাওয়া করে আসছে। যখনি ওই লোক তার চোখে পড়ে- উড়ে এসে তার মাথায় ঠোক্কর মারে প্রতিশোধপরায়ণ কাকটি।
আরব আমিরাতের দুবাই রাজ্যের বাসিন্দা ইসমাইল আল মাসাম নামের ওই ব্যক্তি অবিশ্বাস্য এ ঘটনাটি সম্প্রতি এক টিভি উপস্থাপককে জানান। দুবাই টিভির ওই উপস্থাপক বিষয়টি সরেজমিনে তদন্ত করতে সঙ্গে টিভি ক্রুদের নিয়ে যান মাসাম নির্দেশিত একটি গাছে কাছে।
বিষয়টির সত্যাসত্য যাচাইয়ে টিভি উপস্থাপক মোহাম্মদ আল খাতিব ওই গাছের নিচে দিয়ে মাসামকে নিয়ে হেঁটে যান। গাছকেই আবাস বানানো কাকটি তখন ওই গাছের মগডালে বসা ছিল। তবে মাসাম দাবি করলেও এই কাকটিই কি সেই কাক- এই সন্দেহটি উপস্থাপকের মনে ছিলই। কিন্তু যখনি তারা দুজন হঁটাতে হাঁটতে গাছটির কাছকাছি পৌঁছান- কাকটি সহসাই উড়ে এসে ডাইভ দিয়ে মাসামের মাথায় ঠোকরাতে শুরু করে। দূর থেকে এই দৃশ্য টিভি-ক্রুরা ধারণ করছিলেন।
মাসামের দাবির সত্যতা নিশ্চিত হওয়ার ওই ভিডিও এখন ইউটিউবেও ঝড় তুলেছে। এ প্রসঙ্গে মাসাম বলেন, ‘পাখিটি আমার পিছ ছাড়ছেই না। তার ধারণা আমি তার বাচ্চাকে হত্যা করেছি। আসল ঘটনা হচ্ছে- বছরখানেক আগে এই গাছের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময়ে একটি কাকের বাচ্চা দেখে তাকে ধরে বাড়ি নিয়ে যাই। কিন্তু অনেক চেষ্টা করেও বাচ্চাটিকে কিছু খাওয়াতে পারিনি। পরে আমি বাচ্চাটিকে ওই গাছেই আবার রেখে যাই। তবে পরদিন দেখি বাচ্চাটি মরে পড়ে আছে।‘
এরপর থেকে মাসাম ওই মা কাকটির বিরতিহীন হামলার শিকারে পরিণত হন।
মাসাম বলেন, ‘ মা কাকটি ভেবেছে আমি তার শিশুকে হত্যা করেছি। আর তাই সে প্রতিশোধ নিতে চাচ্ছে।‘
তিনি আরও বলেন, ‘তবে এমনও হতে পারে যে সে তার নয়া শিশুদের আমার হাত থেকে রক্ষার চিন্তায়ই এমন করছে।‘
ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ ওই কাকটি একবার হামলার পর উড়ে গিয়ে পাশের গাছের উঁচু ডালে গিয়ে বসে। এরপর আবার নেমে আসে এবং মাথায় ঠোক্কর দেয়। মাসাম জানান, কাকটির হামলা থেকে বাঁচতে অনেক চেষ্টা করেছেন। কিন্তু সফল হননি। সূত্র: দুবাই টিভি।
ভিডিও লিংকটি দেখুন : https://www.youtube.com/watch?v=84ZcfnnfqVU