বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৩৯:১৪

ব্যবসার জন্য বিশ্বের শ্রেষ্ঠ ৩ দেশ

ব্যবসার জন্য বিশ্বের শ্রেষ্ঠ ৩ দেশ

এক্সক্লুসিভ ডেস্ক : ব্যবসার ক্ষেত্রে উৎকৃষ্ট স্থান হিসেবে বিশ্বের সেরা দেশগুলোর তালিকায় টানা ৯ বছর ধরে প্রথম স্থান দখল করে আছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। বিশ্ব ব্যাংকের এই র‌্যাংকিং-এ দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে হংকং। এ সম্পর্কিত এক প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরে ব্যবসায়ীরা শুল্ক সমস্যা সমাধান করার জন্য বছরে গড়ে ৮২ ঘন্টা ব্যয় করে থাকে। যা যুক্তরাষ্ট্রের চেয়ে অর্ধেকেরও কম। যুক্তরাষ্ট্রে ট্যাক্সবাবদ ব্যবসায়ীদের ব্যয় করতে হয় বছরে ১৭৫ ঘন্টা। ব্যবসার ক্ষেত্রে বিশ্বের শ্রেষ্ঠ দেশগুলোর তালিকায় দেশটির স্থান সপ্তম।

এদিকে, মানুষকে খুব সহজে ব্যবসা-বাণিজ্যের সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে দক্ষ পরিকল্পনা পদ্ধতি নিউজিল্যান্ডকে ব্যবসার ক্ষেত্রে বিশ্বের সেরা দেশগুলোর তালিকায় দ্বিতীয় স্থান এনে দিয়েছে। ব্যবসায় তাদের ব্যবস্থাপনা পদ্ধতিকে প্রশংসা না করার কোন সুযোগ নেই। অপরদিকে, অপেক্ষাকৃত কম শুল্কহার ব্যবসার ক্ষেত্রে অপার সুযোগ করে দিয়েছে হংকংএর মানুষকে। আর সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের জন্য নতুন সুরক্ষা আইন পাশের মধ্যদিয়ে সুইজারল্যান্ড প্রথমবারের মতো ব্যবসার ক্ষেত্রে বিশ্বের সেরা ২০টি দেশের তালিকায় স্থান পেয়েছে।

এদিকে, আশার কথা হলো, বিশ্বব্যাংকের এই র‌্যাংকিংএ গত এক বছরে বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে শতকরা ৮০ ভাগ দেশই ব্যবসার ক্ষেত্রে আগের চেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে। বিশেষ করে তাজিকিস্তান, বেনিন ও টগো এই তিনটি দেশ সাম্প্রতিক সময়ে ব্যবসায় সবচেয়ে বেশি উন্নতি করেছে। বেনিন ১৬টি দেশকে পেছনে ফেলে ১৫১ নম্বরে, টগো ১৫টি দেশকে অতিক্রম করে ১৪৯ নম্বরে এবং তাজিকিস্তান ৯টি দেশকে পেছনে ফেলে ১৬৬ নম্বর স্থান দখল করেছে। -ইরান টুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে