এক্সক্লুসিভ ডেস্ক : প্রাসাদ তৈরিতে ৪ হাজার ৮০০ কোটি টাকার বেশি খরচ। প্রাসাদটি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগানের। এরই মধ্যে প্রাসাদটি উদ্বোধন করা হয়েছে।
দেশটির অর্থমন্ত্রী মুহাম্মদ শেমশাকের বরাত দিয়ে স্কাই নিউজ টিভি চ্যানেল এ তথ্য দিয়েছে।
তুর্কি অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রাসাদ নির্মাণের জন্য যে ব্যয় ধরা হয়েছিল তা বেড়ে ছয়শ’ মিলিয়ন ডলারে পৌঁছেছে। প্রাথমিকভাবে যে ব্যয় ধরা হয়েছিল পরে তা বেড়ে দ্বিগুণ হয়েছে।
প্রেসিডেন্ট এর্দোগানের জন্য নতুন যে বিমান বরাদ্দ করা হয়েছে তার জন্য ব্যয় হচ্ছে সাড়ে ১৮ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ১১০ কোটি টাকা।
প্রাসাদটি নির্মাণ করা হয়েছে রাজধানী আঙ্কারার অদূরে বেস্টেপ এলাকায়। এটি হোয়াইট প্যালেস বা শ্বেত প্রাসাদ নামে পরিচিতি পেয়েছে।
তবে এর সরকারি নাম দেয়া হয়েছে ‘একে সারে’ যা প্রেসিডেন্ট এরদোগানের নেতৃত্বাধীন একে পার্টির নামের কাছাকাছি। ২ লাখ বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত প্রাসাদে ১ হাজার কক্ষ রয়েছে। প্রাসাদটির নির্মাণকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি বলে জানানো হয়েছে।
তুরস্কের বিরোধী দলগুলো এ ধরনের প্রাসাদ নির্মাণের কঠোর সমালোচনা করেছে। সরকারবিরোধী নেতারা বলেছেন, প্রাসাদ নির্মাণের অর্থ দিয়ে তিনবার মঙ্গলগ্রহে যাওয়া যেত। এর্দোগানের বিলাসিতা ছাড়া আর কিছু নয়।