এক্সক্লুসিভ ডেস্ক : জাঁকজমকপূর্ণভাবে দুই বানরের বিয়ে দেয়া হয়েছে উত্তর ভারতের একটি গ্রামে ঘটা করে। ওই বিয়েতে উপস্থিত ছিলেন অন্তত ২০০ মানুষ। হিন্দু রীতিতেই বানর দুটির বিয়ে দেয়া হয়। বিয়ের আয়োজন করেছিলেন ওই বানর দুটির মালিক। ছেলে বানরটিকে তিনি নিজের বড় ছেলে হিসেবেই মনে করেন।
ওইদিন সন্ধ্যায় বিহার প্রদেশের বেটিয়াহ জেলায় ওই বিয়ের আয়োজন করা হয়। বিয়েতে বর কনেকে কমলা ও হলুদ রঙের বিয়ের পোশাক পরানো হয়েছিল। অবশ্য তাদের গলায় শেকল পরানো ছিল। পুরুষ বানরের বয়স ১৩ বছর। আর ওর নাম রামু। কনের নাম রামদুলারী। বিয়ের আসরে রাম আর রামদুলারীকে বেশ খুশিই দেখা গেছে।
বিয়ের আসরে কোনো কিছুর কমতি ছিল না। যেভাবে মানুষের বিয়ের আয়োজন করা হয় ঠিক সেভাবেই এ বিয়ে সম্পন্ন হয়েছে। খাওয়া দাওয়ার সঙ্গে গান-বাজনাও ছিল। লোকজন লাইন দিয়ে বর কনেকে দেখে গেছেন। বিয়ের পর একটি জিপ গাড়ির ছাদে করে তাদের পাড়া ঘোরানো হয়।
বানরের মানিক দিন মজুর উদেশ মাহতো বলেন, রামু আমার বড় ছেলের মতো। তাই আমি তাকেই প্রথমে বিয়ে দিলাম। আমার আরও তিনটি ছেলে আছে। সাত বছর আগে নেপাল থেকে রামুকে কিনে নিয়ে গিয়েছিলেন মাহতো। পরে একটি গ্রামের মেলা থেকে তিনি রামদুলারীকে কেনেন।