এক্সক্লুসিভ ডেস্ক : একজন ছেলে কিংবা মেয়ের জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো বিয়ে। কারো এ সিদ্ধান্ত হঠাৎ করে নেয়া উচিৎ নয়। বিয়ের সিদ্ধান্ত নিতে অবশ্যই চারপাশের অনেক কিছু বিবেচনায় আনতে হয়। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো, যাকে বিয়ে করছেন তাকে ভালোভাবে জানা।
তা যদি সঠিকভাবে হয়, তাহলে আর দেরি করে লাভ কী। আসুন জেনে নিই কেমন ইঙ্গিতে বিয়ের আদেশ দেয়।
প্রেমিকার সঙ্গ কামনা : যখন দেখবেন কাউকে মনে প্রাণে ভালোবাসেন। তাকে বিয়ে করবেন বলে মনস্থির করেছেন। তার সঙ্গে সময় কাটাতে আপনার খুব ভালো লাগে। তখন আর দেরি করবেন না। তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করুন।
পছন্দের মানুষ পাওয়া : বিয়ের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি। যদি আপনি আপনার মনের মত কোনো মেয়ে পেয়ে যান তাহলে আর দেরি করবেন না। মনে করবেন ভাল কোনও উপলক্ষ বারবার আসে না।
আপনার প্রতি যত্নশীল : যখন দেখবেন প্রিয়জন আপনার প্রতি খুব যতœশীল। সে তার সব ভালোবাসা আপনাকে উজাড় করে দিচ্ছে। তাহলে দেরি না করে তাড়াতাড়ি বিয়ের কাজটি সেরে নিন।
প্রিয়জনকেই বিয়ে : যদি মনে করেন আপনি যাকে ভালোবাসেন তাকেই বিয়ে করবেন, তাহলে বেশি দেরি করলে সেটি আপনার জন্যে ক্ষতির কারণ হতে পারে। তবে যদি মনে অন্য কিছু থাকে তবে তার প্রতি অধিক আকৃষ্ট হবেন না।
অর্থনৈতিক সক্ষমতা : আপনার অর্থনৈতিক সক্ষমতা যদি পর্যাপ্ততার মাত্রা ছুয়ে যায়, তাহলে আর সমস্যা কি? সংসারের ব্যয় বহন করার ক্ষমতায় তো দায়িত্ব গ্রহণের ইঙ্গিত দেয়।
এ ছাড়াও বয়স ও পারিবারিক কিছু ব্যপার যদি আপনার পক্ষে থাকে তবে বিয়ের সিদ্ধান্ত নিন এখনই। এই সময় পার হয়ে গেলে পস্তাতে পারেন।