সোমবার, ২১ মার্চ, ২০১৬, ০৮:০৫:৪০

বাজ নিয়ে মাত্র একটি বাজে খবর!

বাজ নিয়ে মাত্র একটি বাজে খবর!

এক্সক্লুসিভ ডেস্ক : বজ্রপাত। যাকে আমরা সরল ভাষায় বলে থাকি বাজ। বাজের শব্দ এবং আলোতে ভয় পায় না এমন মানুষের সংখ্যা হয়তো বা খুজে পাওয়া মুশকিল হবে। সেই বাজ নিয়ে একটা বাজে খবর শোনাই।

এই খবরের যিনি কেন্দ্রীয় বা ট্র্যাজিক চরিত্র তার নাম ওয়াল্টার সামারফোর্ড। ওয়াল্টারের দুর্ভাগ্য, যেখানেই তিনি যান বাজ সেখানেই যেন তাকে তাড়া করে! ওয়াল্টার জীবনে তিন তিনবার বজ্রপাতের মুখোমুখি হয়েছিলেন। বজ্রপাতের আঘাতেই তার প্রাণ গিয়েছিল।

মৃত্যুর পর তার সমাধি তৈরি হয়েছিল বেশ ঘটা করে। কিন্তু হায় রে কপাল। মৃত্যুর পরেও ওয়াল্টার ইন্দ্রদেব তাকে ছেড়ে দেয়নি। বাজ পড়ে মরার পর ফের বাজের আঘাতেই জখম হতে হয় ওয়াল্টারকে। মানে ওয়াল্টারের সমাধিস্থলে ফের বাজ পড়ে। ভেঙে চৌচির হয়ে যায় ওয়াল্টারের সমাধিস্থল।

বুঝুন দশা। এভাবে বাজ কারো জীবনে এত অভিশাপ ডেকে আনতে পারে, সেটা জানা ছিল না।-ইন্ডিয়া.কম
২১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে