সোমবার, ২১ মার্চ, ২০১৬, ০৮:২৯:১৪

মশা আপনাকে কেন বেশি কামড়ায়, জানেন কি?

মশা আপনাকে কেন বেশি কামড়ায়, জানেন কি?

এক্সক্লুসিভ ডেস্ক : মশার জ্বালায় বড্ড বিরক্ত লাগে।  মশার ভনভনে বসে থাকা দায়।  যদি আপনি ঘুমিয়ে টুমিয়ে থাকেন, সেই সময় এসে কানের কাছে ভনভন করলে আরেক বিরক্ত।  একেবারে সর্বশক্তি বসিয়ে দিয়ে লাপাত্তা।  কিন্তু হাতের থাপ্পড় খেলে কেল্লা ফতে।

কিন্তু ততক্ষণে আপনার ঘুম হারাম।  এবার প্রশ্ন হলো, আপনাকে খুব বেশি মশা কামড়ায় কেন? এমনকি কখনো আপনার সঙ্গী হয়েছেন যিনি, তিনি দিব্যি বসে আছেন, কিন্তু তার ধারেকাছেও ভিড়ে না।  

আপনাকে পেয়ে বসেছে, মশার জ্বালায় আপনি আর এক মুহূর্ত টিকতে পারছেন না।  দুজনেই ব্যাপারটা খেয়াল করছেন।  কিন্তু এর কারণ বুঝতে পারেন না?

তাহলে জেনে রাখুন, মশা কিন্তু ‘o’ পজিটিভ গ্রুপের রক্ত খেতে বেশি পছন্দ করে! তাই যদি আপনার 0 পজিটিভ গ্রুপের রক্ত হয়, মশা তো আপনাকে কিছুতেই ছাড়বে না।  আপনি মশার কাছে প্রায় অমৃত সমান।
২১ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে