মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬, ০৪:২৮:০৯

যে ফোনে আর ব্যবহার করা যাবে না ফেসবুক

যে ফোনে আর ব্যবহার করা যাবে না ফেসবুক

এক্সক্লুসিভ ডেস্ক : মানুষের দৈনন্দিন জীবনের সাথে গুরুত্বপূর্ণ ভাবে জড়িয়ে আছে ফেসবুক, হোয়াটস অ্যাপ, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। এসবের গুরুত্ব মানুষের কাছে যথেষ্ট।

কিন্তু কয়েকদিন আগেই নোকিয়া, ব্ল্যাকবেরির মতো কিছু ফোনে হোয়াটস অ্যাপ করতে পারা যাবে না বলে জানিয়েছিল ফেসবুকের অন্তর্গত এই মেসেজিং সাইট। এবার সেরকমই একটি ফোনের ওপর থেকে নিজেদের অ্যাপ তুলে নিল ফেসবুক।

হ্যাঁ, হোয়াটস অ্যাপের পর এবার ফেসবুকও করতে পারবেন না ব্ল্যাকবেরি ফোনে। ৩১ মার্চ থেকে ব্ল্যাকবেরিতে ফেসবুক অ্যাপ ব্যবহার বন্ধ করে দিচ্ছে।

ফেসবুকের এই সিদ্ধান্তে ব্ল্যাকবেরি কোম্পানি জানিয়েছে, তারা ফেসবুকের এই সিদ্ধান্তে খুবই দুঃখ প্রকাশ করেছে। তারা আবার ফেসবুক এবং হোয়াটস অ্যাপের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবে, যাতে আবার ব্ল্যাকবেরিতে ফেসবুক এবং হোয়াটস অ্যাপের মতো জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক পাওয়া যায়।
২২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে