বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৫৪:৩২

বিশ্বের সবচেয়ে লম্বা আর খাটো মানুষ দুটি একসাথে

বিশ্বের সবচেয়ে লম্বা আর খাটো মানুষ দুটি একসাথে

এক্সক্লুসিভ ডেস্ক : সৃষ্টিকর্তার সৃষ্টি। কতজনকে কতভাবেই না পাঠিয়েছেন দুনিয়ায়। এমনই ব্যতিক্রমী দুই মানুষ। একই গ্রহের বাসিন্দা হলেও একজনের বিপরীত অন্যজন। একজন বিশ্বের সবচেয়ে লম্বা, আরেকজন বিশ্বের সবচেয়ে খাটো মানুষ।

বিশ্বের ব্যতিক্রমী এ দুটি মানুষ বৃহস্পতিবার একে অপরের মুখোমুখি হয়েছিলেন। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের দশম বার্ষিকীতে তারা এসেছিলেন। দিনটি উদযাপন উপলক্ষে দুজনকে একত্র করার ব্যবস্থা করে গিনেজ কর্তৃপক্ষ।

তাদের একজনের নাম চন্দ্র বাহাদুর ডাঙ্গি। নেপালের এই বাহাদুর বিশ্বের সবচেয়ে ছোট মানুষ। তার উচ্চতা মাত্র ৫৫ সেন্টিমিটার বা সাড়ে ২১ ইঞ্চি।

সাক্ষাতের পর বাহাদুর বলেন, বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের সঙ্গে  সাক্ষাৎ করতে পেরে আমি আনন্দিত। তাকে দেখার যথেষ্ট আগ্রহ ছিল আমার।

৭৪ বছর বয়সী বাহাদুর বলেন, আমার নাম গিনেজ রেকর্ডে অন্তর্ভুক্ত হওয়ায় আমি গর্বিত। গিনেজকে ধন্যবাদ না দিয়ে পারি না। তাদের কারণে বিশ্বের অনেক দেশ ও অনেক মানুষকে দেখতে পেয়ে সত্যিই আমার ভালো লাগছে।

অপরদিকে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষটি হলেণ সুলতান কোসেন। পেশায় কৃষক তুরস্কের বাসিন্দা তিনি। বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ তিনি। তার উচ্চতা দুই দশমিক ৫১ মিটার বা ৮ ফুট ৯ ইঞ্চি। ৩১ বছর বয়সী কোসেন বলেন, চন্দ্রকে দেখে আমি অভিভূত হয়েছি।

তিনি বলেন, আমি সবচেয়ে লম্বা আর তিনি সবচেয়ে ছোট মানুষ। আমি চন্দ্রের চোখের দিকে তাকাই তখন বুঝতে পারি তিনি সত্যিই একজন ভালো লোক। তার সঙ্গে দেখা হওয়ায় সত্যিই আমি গর্বিত  সূত্র : এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে