বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:০৩:০২

স্কুলছাত্রীর আঁকা গুগলের হোমপেজ ডিজাইন

স্কুলছাত্রীর আঁকা গুগলের হোমপেজ ডিজাইন

এক্সক্লুসিভ ডেস্ক : ডুডল৪গুগল- এর ষষ্ঠ অধ্যায় জিতে নিল পুণের কিশোরী বৈদেহী রেড্ডি। ১৪ নভেম্বর চিলড্রেন্স ডেতে গুগল ইন্ডিয়ার হোমপেজে দেখা মিলবে তার সৃষ্ঠ ডুডলের। এ বছরের 'ডুডল ৪ গুগল প্রতিযোগিতায় ১২ জন ফাইনালিস্টের মধ্যে সেরা নির্বাচিত হয় সে। বৈদেহী পুণের আর্মি পাবলিক স্কুলের ছাত্রী।

এ বছর প্রতিযোগিতার থিম ছিল 'আ প্লেস ইন ইন্ডিয়া আই উইশ টু ভিসিট। গুগল সূত্রের খবর সারা দেশের ৫০টি শহরের ১৭০০ স্কুলের ১০ লক্ষ পড়ুয়া এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

গুগল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট রাজান আনানদান জানান, 'ভারতীয় পড়ুয়াদের প্রতিভা আন্তর্জাতিক মঞ্চে প্রদর্শনের উপযুক্ত মঞ্চ ডুডল৪গুগল। এ বছরের এন্ট্রি দেখে বোঝা গেছে মেগাসিটি নয়, মফস্বলের ছেলেমেয়েরাও এতে অংশগ্রহণ করেছে।

২০০৯ সাল থেকে শিশুদিবসের ডুডল তৈরি করার জন্য অভিনব এই প্রতিযোগিতার আয়োজন করে গুগল। ক্লাস ওয়ান থেকে ক্লাস টেনের ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করতে পারবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে