বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:০৪:৫৫

ফেসবুক নিউজ ফিডে নিজের ক্ষমতা

ফেসবুক নিউজ ফিডে নিজের ক্ষমতা

এক্সক্লুসিভ : ফেসবুক ব্যবহারকারী এখন থেকে নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন নিউজ ফিডে তিনি কি খবর দেখবেন বা দেখবেন না। ফেসবুকে অপছন্দের অনেক বন্ধু থাকে, তাদের আপডেট না চাইলেও ব্যবহারকারীকে দেখতে হয়। ফেসবুক ব্যবহারকারী তাদের দেখতে না চাইলে আনফ্রেন্ড না করে এবার থেকে আনফলো করে দিতে পারবেন।

সম্প্রতি ফেসবুক এক ধরনের নিউজ ফিড সেটিং বোতাম এনেছে যা দিয়ে কোন পোস্ট একজন ব্যবহারকারী দেখতে চান কিংবা চান না তা নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। ফেসবুক লগইন করার পর ধূসর রঙের একটা অ্যারো দেখা যাবে প্রতিটা পোস্টের ওপরের ডান দিকে। এখানে ক্লিক করলেই ব্যবহারকারী এই সুবিধা পেয়ে যাবে।

কোনও ঘটনা বা আপডেট দেখতে না চাইলে ডানদিকের ধূসর অ্যারোতে ক্লিক করলে ব্যবহারকারীর টাইমলাইন থেকে তা আড়ালে চলে যাবে। এ অপশনের মাধ্যমে ব্যবহারকারী নিউজ ফিডে গিয়ে আনফলো করা সব আপডেট দেখতে পাবেন। যার পেজ আনফলো করা হয়েছে তা আবার ফলো করা যাবে। তবে ব্যবহারকারীকে মনে রাখতে হবে, এ অপশনের সাহায্যে কোনো অবাঞ্চিত বন্ধুর কুকুর ছানা, বিড়াল ছানার ছবি দেখতে না হলেও কোনো ব্য্যান্ড বা ওয়েসাইট যা একজন একবার লাইক দিয়েছে তা পুরোপুরি বন্ধ করা যাবে না। এ সুবিধে আপাতত ডেস্কটপে পাওয়া গেলেও কয়েক সপ্তাহের মধ্যে মোবাইলেও পাওয়া যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে